আইপিএলের প্রতিটি দলে সম্ভাব্য প্রথম একাদশ,জেনে নিন এক নজরে
- FB
- TW
- Linkdin
মুম্বই ইন্ডিয়ান্স
কুইন্টন ডি কক, রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঈশান কিষণ, কাইরন পোলার্ড, হার্দিক পাণ্ডিয়া, ক্রুণাল পাণ্ডিয়া, নাথান কুল্টার নাইল/মিচেল ম্যাকক্লানাঘান, ট্রেন্ট বোল্ট, জশপ্রীত বুমরাহ, রাহুল চাহার।
চেন্নাই সুপার কিংস
শেন ওয়াটসন,অম্বাতি রায়ডু, ফাফ ডুপ্লেসি, এমএস ধোনি (অধিনায়ক), কেদার যাদব, ডোয়েন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, দীপক চাহর, শারদুল ঠাকুর, পীযুষ চাওলা, ইমরান তাহির।
কলকাতা নাইট রাইডার্স
সুনীল নারিন, রাহুল ত্রিপাঠি/টম ব্যান্টন, শুভমান গিল, নিতীশ রানা, ইয়ন মর্গ্যান, দীনেশ কার্তিক (অধিনায়ক), আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা, কমেলশ নাগোরকোটি/শিবম মাভি।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
অ্যারন ফিঞ্চ, পার্থিব প্যাটেল, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স, গুরক্রীত সিং মান, ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, ক্রিস মরিস, নবদীপ সাইনি, ডেল স্টেইন, যুজবেন্দ্র চাহল
সানরাইজার্স হায়দরাবাদ
জনি বেয়ারস্টো, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মণীশ পাণ্ডে, বিজয় শংকর, বিরাট সিং, অভিষেক শর্মা, মহম্মদ নবি, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, খালিল আহমেদ।
দিল্লি ক্যাপিটালস
শিখর ধওয়ান, পৃথ্বী শ, শ্রেয়স আইয়র (অধিনায়ক), ঋষভ পন্থ, শেমরন হেটমায়ার, কেমো পাল, অক্সর প্যাটেল, আর অশ্বিন, কাগিসো রাবাডা, ইশান্ত শর্মা, সন্দীপ লামিচানে।
কিংস ইলেভেন পঞ্জাব
কেএল রাহুল(অধিনায়ক), ক্রিস গেইল, মায়াঙ্ক আগরওয়াল, নিকোলাস পুরাণ, গ্লেন ম্যাক্সওয়েল, মনদ্বীপ সিং/ শরফরাজ খান, কে গৌতম, ক্রিস জর্ডান/ মুজিবুর রহমান, মহম্মদ শামি, ইষাণ পোড়েল, রবি বিষ্ণই।
রাজস্থান রয়্যালস
মনন ভোরা/যশস্বী জয়সওয়াল, জস বাটলার, রবীন উথাপ্পা, স্টিভ স্মিথ (অধিনায়ক),সঞ্জু স্যামসন,বেন স্টোকস, শ্রেয়স গোপাল, হোফ্রা আর্চার, জয়দেব উনাদকাট, অঙ্কিত রাজপুত/বরুণ অ্যারণ, ময়ঙ্ক মার্কন্ডে।