ক্রিকেটের ৩ ফর্ম্যাটেই ৫ উইকেটে নিয়েছেন এই বোলাররা, তালিকায় ২ জন ভারতীয়
- FB
- TW
- Linkdin
১. উমর গুল (পাকিস্তান)-
আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই পাঁচ উইকেট পাওয়া প্রথম বোলার উমর গুল। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ৫ উইকেট নিয়েছেন ৪ বার। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫ উইকেট শিকার করেছেন ২ বার, টি২০ ক্রিকেটেও ৫ উইকেট নিয়েছেম ২ বার।
২. টিম সাউজি (নিউজিল্যান্ড)-
এই তালিকায় রয়েছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ পেসার টিম সাউদি। টেস্ট ক্রিকেটে ৫ উইকেট শিকার করেছেন এ পর্যন্ত ১৪ বার, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৩ বার। ২০১০ সালে পাকিস্তানের বিপক্ষে নেন টি-টুয়েন্টি ক্রিকেট কেরিয়ারের একমাত্র পাঁচ উইকেট।
৩. অজন্তা মেন্ডিস (শ্রীলঙ্কা)-
এ তালিকার ৩য় সদস্য শ্রীলঙ্কান স্পিন বোলার অজন্তা মেন্ডিস। তাকে বলা হয় ক্রিকেটের রহস্যময়ী স্পিনার। আন্তর্জাতিকেরিয়ারে টেস্ট ক্রিকেটে ৫ উইকেট নিয়েছেন ৪ বার, একদিনর ক্রিকেটে ৩ বার ও টি২০ ক্রিকেটে ২ বার।
৪ লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)-
ক্রিকেটের তিন ফর্ম্যাটে ৫ উইকেট নেওয়া বোলারদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। ডেথ ওভারে তার ইয়র্কারের জবাব ছিল বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানদের। টেস্ট ক্রিকেটে ৩ বার. একদিনের ক্রিকেটে ৮ বার ও টি২০ ক্রিকেটে মোট ২ বার ৫ উইকেট নিয়েছেন মালিঙ্গা।
৫. ভুবনেশ্বর কুমার (ভারত)-
এই তালিকায় রয়েছেন ভারতীয় মিডিয়াম পেসার ভুবনেশ্বর কুমার। সুইং বোলিংয়ের জন্য তিনি বিখ্যাত। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ভবি ৫ উইকেট নিয়েছেন মোট ৪ বার। এছাড়া একদিনের ক্রিকেটে ও টি২০ ক্রিকেটে ৫ উইকেটে নিয়েছেন ১ বার করে।
৬. ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা)-
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন লেগ স্পিনার ইমরান তাহির এই তালিকায় ৬ নম্বরে রয়েছে। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ইমরান তাহির ৫ উইকেট নিয়েছেন মোট ২ বার। একদিনের ক্রিকেটে ৫ উইকেট নিয়েছেন মোট ৩ বার ও টি২০ ক্রিকেটে নিয়েছেন মোট ২ বার।
৭. কুলদীপ যাদব (ভারত)-
এই তালিতকায় ৭ নম্বরে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। টেস্ট ক্রিকেটে নিজের স্পিনের ছোঁবলে ৫ উইকেট নিয়েছেন মোট ২ বার। এছাড়া একদিনের ক্রিকেটে ও টি২০ ক্রিকেটে ৫ উইকেট নিয়েছেন ১ বার করে।
৮. শাকিব আল হাসান (বাংলাদেশ)-
এই তালিকায় রয়েছেন বাংলাদেশ তথা বিশ্ব ক্রিকেটর অন্যতম সেরা অলরাউন্ডার শাকিব আল হাসান। টেস্টে ক্রিকেটে মোট ১৯ বার ৫ উইকেটে নিয়েছেন শাকিব আল হাসান। এছাড়া একদিনের ক্রিকেটে ৩ বার ও টি২০ ক্রিকেটে ১ বার নিয়েছেন ৫ উইকেট।