সন্তান জন্মানোর পর প্রথমবার একসঙ্গে প্রকাশ্যে বিরুষ্কা, নেট দুনিয়ায় ভাইরাল ছবি
- FB
- TW
- Linkdin
অস্ট্রেলিয়া সফরের মাঝ পথে পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরেছিলেন বিরাট কোহলি। তারপর ১১ জানুয়ারি কন্যা সন্তানের বাব-মা হন বিরুস্কা।
১১ জানুয়ারি মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে জন্ম হয় বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার প্রথম কন্যা সন্তানের।
সেই দিনই হাসপাতালে ঢোকার সময় শেষবারের মত প্রকাশ্যে দেখা গিয়েছিল ভারত অধিনায়ক ও ফার্স্ট লেডিকে।
সন্তান জন্মামোর পর তারপর থেকে আর প্রকাশ্যে দেখা যায়নি বিরাট-অনুষ্কাকে।
করোনা আবহে সন্তানের জন্ম হওয়ায় নিরাপত্তা থেকে সবকিছুতেই কড়াকড়ি ব্যবস্থা করেন বিরুষ্কা।
বৃহস্পতিবার প্রথমবার প্রকাশ্যে দেখা দিলেন বিরাট ও অনুষ্কা। মুম্বইয়ের বান্দ্রায় এই সেলিব্রিটি দম্পতিকে একসঙ্গে দেখা গিয়েছে।
কোহালি ছিলেন আপাদমস্তক কালো পোশাকে ঢাকা। চোখে কালো সানগ্লাসের পাশাপাশি মুখে মাস্কও ছিল। ক্যামেরার সামনে আঙুল তুলে পোজ দিতেও দেখা যায় তাঁকে।
অনুষ্কার পরনে ছিল ডেনিম শার্ট এবং জিন্স। পাশে কালো রংয়ের সাইড ব্যাগ। তাঁরও মুখে মাস্ক ছিল। ক্যামেরার সামনে পোজ দিলেও সুরক্ষা নিয়ে সাবধানী ছিলেন তারকা দম্পতি।
সোশ্যাল মিডিয়ায় বিরাট-অনুস্কার ছবি ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।
তবে বিরাট ও অনুষ্কা সামনে এলেও, এখনও তাদের মেয়ের ছবি প্রকাশ্যে আনেননি তারা। তবে সঠিক সময়ে ছবি পাওয়ার কথা জানিয়েছেন বিরুষ্কা। সেই অপেক্ষায় ভক্তকুল।