পরিবারে আগত নতুন পরীর কী নাম রাখলেন বিরাট-অনুষ্কা, নেট দুনিয়ায় মিলল উত্তর
- FB
- TW
- Linkdin
বিরুষ্কার কন্যা সন্তান হওয়ার খবরের পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। তাঁদের মেয়ের প্রথম ছবিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
বিরুষ্কার মেয়ের নাম নিয়েও সকলের মধ্যে তৈরি হয়েছে কৌতুহল। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা মেয়ের নাম রেখেছেন আনভি। বিরুষ্কা এখনও কিছু না জানালেও, নেট দুনিয়ায় ঘুড়ে বেড়াচ্ছে এই নামটি।
পিপিং মুন-নামে একটি ওয়েব পোর্টালও দাবি করেছে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও বলি সুপারস্টারের মেয়ের নাম আনভি।
বর্তমানে সন্তানের নাম আগে থেকেই ঠিক করে রাখেন সব মা-বাবাই। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাও যে তার ব্যতিক্রম তা বলাই যায়।
আনভি একটি সংস্কৃত শব্দ। যার অর্থ হল মহালক্ষ্মী। পুরাণ অনুযায়ী আনভি হল বনের দেবী। অনেকেই মনে করেন আনভি নামের মানুষরা প্রকৃতি প্রেমী হয়।
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা যে প্রকৃতি প্রেমী সে কথা আমাদের সকলেরই জানা। তাই অনেক ভাবনা-চিন্তা করেই মেয়ের নাম আনভি রেখেছেন বিরুষ্কা।
বিরুষ্কার পরিবারের নতুন পরী ইতিমধ্যেই বাড়িতে পৌছে গিয়েছে। এখন শুভেচ্ছা ও খুশির জোয়ারে ভাসছেন সেলেব দম্পতি। দুই পরিবারের মধ্যেও উৎসবের আবহ।