গায়ে হলুদ,সঙ্গীত,বিয়ে,রিসেপশন থেকে রোমান্স, দেখুন বুমরা-সঞ্জনার ওয়েডিং অ্যালবাম
- FB
- TW
- Linkdin
বিগত কয়েক দিন ধরে যাবতীয় জল্পনার অবসান। অবশেষে সোমবার বিখ্যাত ক্রীড়া সঞ্চালিকা সঞ্জনা গণেশনকে বিয়ে করেছেন জসপ্রীত বুমরা।
আমন্ত্রিতদের কেউ বিয়ের আসরে ফোন নিয়েও আসতে পারবেন না বলেও জানানো হয়েছিল। আসলে বুমরা ও সঞ্জনা চেয়েছেন, বিয়ের কোনও ছবি যাতে তাঁদের অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়ায় না ছড়ায়।
বিয়ের জন্য দক্ষিণ গোয়ার এক বিলাস বহুল হোটেল বিয়ের জন্য দুই পরিবার উপস্থিত হওয়ার পর তাদের স্বাগত জানাতে 'ওয়েলকাম পার্টি' দেওয়া হয়।সেখানে ডিজাইনার কুর্তা ও কুর্তি পড়েন বুমরা ও সঞ্জনা।
তারপর আয়োজিত হয় গায়ে হলুদের অনুষ্ঠান। যেখানে কুর্তা পড়েছিলেন বুমরা। আর হলুদ শাড়িতে খুবই সুন্দর দেখায় বুমরার স্ত্রী সঞ্জনাকে। নব দম্পতির গায়ে হলুদের অনুষ্ঠানে আনন্দ করেন তারা।
এরপর মেহেন্দি ও সঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে নাচে-গানে মেতে ওঠেন নব দম্পতি থেকে শুরু করে সকলেই। বুমরা ও সঞ্জনা ফটো শুটও সারেন ফিল্মি কায়দায়।
সোমবার সকালে পঞ্জাবি নিয়মে সাত পাকে বাঁধা পড়েন জসপ্রীত বুমরা ও সঞ্জনা গণেশন। বিয়ের পোষাকে নব দম্পতিকে খুবই সুন্দর দেখায়।
বিয়ের অনুষ্ঠানের পাশাপাশি দুজনে ফটো শুটও করেন। রোমান্টিক মুহূর্তে একাধিক ছবি তোলেন তারকা ক্রিকেটার ও বিখ্যাত ক্রীড়া সঞ্চালিকা।
এর পর রিসেপশন অনুষ্ঠানে একেবারে বিন্দাস মুডে পাওয়া যায় নব দম্পতিকেষ মিউজিকের তালে নাচতেও দেখা যায় জসপ্রীত বুমরা ও সঞ্জনা গণেশনকে।
বিয়ের মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বুমরা। লেখেন, 'আমরা একসাথে একটি নতুন যাত্রা শুরু করেছি। আজ আমাদের জীবনের অন্যতম আনন্দদায়ক দিন এবং আমরা আমাদের বিবাহ এবং আমাদের আনন্দ আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।'
সেই একই ছবি শেয়ার করেন সঞ্জনা গণেশনও। একই ক্যাপশনও শেয়ার করেন তিনি। বুমরার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন নব দম্পতি।