ইংল্যান্ডে কেমন কাটছে টিম ইন্ডিয়ার কোয়ারেন্টাইন পর্ব, দেখুন বিরাট ব্রিগেডের ছবি
- FB
- TW
- Linkdin
দেশে কোয়ারেন্টাইন পিরিয়ডের পর দীর্ঘ জার্নি করে বৃহস্পতিবার সকালেই ইংল্যান্ডে পৌছেছে ভারতীয় ক্রিকেট দল। দীর্ঘ বিমান সফরের পর কিছুটা হলেও ক্লান্ত দেখায় সকলকে।
রোজ বোল স্টেডিয়াম সংলগ্ন হোটেলের বারান্দা থেকে বেশির ভাগ ভারতীয় ক্রিকেটাররাই তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। টেস্ট চ্যাম্পিয়নশিপের মাঠের সৌন্দর্য দেখে মুগ্ধ সকলেই।
সবার প্রথম নিজের ছবি শেয়ার করেন ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। সবুজ ঘাসে ভরা সাদাম্পটনের ছবি পোস্ট করেন ঋদ্ধিমান। সঙ্গে লেখেন,'আমার ঘরের ব্যালকনি থেকে মাঠের দৃশ্যটা এমনই। আপনাদের কী মত?'
সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি শেয়ার করেছেন রোহিত শর্মা। কাচের ওপারে থাকলেও ছবিতে দেখা গিয়েছে ঋষভ পন্থকেও। ছবি পোস্ট করে হিটম্যান লিখেছেন,'আমরা এখন সাদাম্পটনে'।
ছবি শেয়ার করেছেন ভারতীয় টেস্ট দলের মিডিল অর্ডারের স্তম্ভ চেতেশ্বর পুজারা। তিনি লিখেছেন,'কোয়ারেন্টাইন থেকে এর চেয়ে ভাল দৃশ্য আর কিছু হতেই পারে না। মাঠে নামার জন্য আর অপেক্ষা করতে পারছি না।'
হোটেলের বারান্দা থেকে ছবি শেয়ার করেছেন ভারতীয় পেস অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্র জসপ্রীত বুমরা। ক্যাপশনে তিনি লিখেছেন, 'হ্যালো সাউদ্যাম্পটন'
একাধিক ছবি থেকে স্পষ্ট যে টিম ইন্ডিয়ার হিলটন হোটেলে ঘর আলাদা হলেও বারান্দা সবার জন্যেই একটি। সেখানে ক্রিকেটাররা যাতে নিভৃতবাসের নিয়ম ভেঙে একে অপরের কাছাকাছি আসতে না পারেন, তার জন্য অস্থায়ী দেওয়াল তৈরি করা হয়েছে। তবে প্রত্যেই মাঠে নামার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন।