- Home
- Religion
- Spritiual
- চোখের জলে হংকং যাচ্ছেন দেবী দুর্গা, মায়ের যাত্রা দেখে যেতে পারলেন না শিল্পী অরুণ
চোখের জলে হংকং যাচ্ছেন দেবী দুর্গা, মায়ের যাত্রা দেখে যেতে পারলেন না শিল্পী অরুণ
ভেজা চোখেই হংকং যাচ্ছেন দেবী দুর্গা। উমা মায়ের যাত্রাটুকু দেখে যেতে পারলেন না শিল্পী অরুণ পাল। মায়ের পূর্ণ রূপ দেওয়ার আগেই মারা যান শিল্পী অরুণ পাল। এর পর প্রতিমা তৈরির কাজে হাত লাগান অরুণবাবুর সহধর্মিনী নিজেই। অরুণ বাবুর ছবি সামনে রেখেই এগিয়ে চলে কাজে বার সম্পূর্ণ হয়েছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমার সামনেই জ্বলজ্বল করছে অরুণবাবুর ছবি। এখন শুধু অপেক্ষা হংকং যাত্রার।
| Published : Sep 14 2020, 06:09 PM IST
- FB
- TW
- Linkdin
হংকং যাচ্ছেন দেবী দুর্গা। কলকাতার কালীঘাটের কুমোর পাড়া থেকে জাহাজে চড়ে ভিন দেশে পাড়ি দিচ্ছে কলকাতার শিল্পীর তৈরি দেবী মূর্তি।
এই প্রতিমা তৈরি করতে করতেই মারা যান শিল্পী অরুণ পাল। অরুণবাবু ছিলেন ডায়াবেটিসের রুগী। কাজের মাঝেই হঠাৎ সুগার ফল করে, তারপর শ্বাসকষ্ট। হাসপাতালেই মারা যান প্রতিমা শিল্পী।
কিন্তু অরুণ বাবুর পরিবার, তাঁর স্ত্রী পিউ পাল এবং তাঁর দুই ছেলে আর তার ফ্যান ক্লাবের সদস্যরা সবাই মিলে ঠিক করেন, শিল্পীর অসমাপ্ত কাজ শেষ করতেই হবে।
এর পর প্রতিমা তৈরির কাজে হাত লাগান অরুণবাবুর সহধর্মিনী নিজেই। অরুণ বাবু ছবি সামনে রেখেই এগিয়ে চলে কাজএ বার সম্পূর্ণ হয়েছে প্রতিমা তৈরির কাজ।
একজন খড় বা বিচালি সাইজ করে কেটে বেধে কাঠামো তৈরি করছেন প্রতিমার।
প্রতিমার সামনেই জ্বলজ্বল করছে অরুণবাবুর ছবি। এখন শুধু অপেক্ষা হংকং যাত্রার।
মনে মনে ভেঙে পড়লেই অরুণবাবুৃু অসমাপ্ত কাজেই মায়ের অবয়ব দেন সকলে মিলেই। দেবী দুর্গাই জানেন তাঁর সন্তাদের ভাল রাকবেন।