- Home
- Religion
- Spritiual
- পুজোয় হল না বিরিয়ানি, তবে অষ্টমীতে অঞ্জলি দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় - মায়ের কাছে কী চাইলেন দাদা
পুজোয় হল না বিরিয়ানি, তবে অষ্টমীতে অঞ্জলি দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় - মায়ের কাছে কী চাইলেন দাদা
- FB
- TW
- Linkdin
দুর্গাষ্টমীর (Durga Ashtami 2021) দিন সকালে সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে পাওয়া গেল, তাঁর নিজের পাড়া, অর্থাৎ বড়িষা প্লেয়ার্স কর্নারের (Barisha Players Corner) পূজা মণ্ডপে। প্রতিবারের মতো মা'কে পুষ্পাঞ্জলি দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। তারপর বেশ কিছুক্ষণ কাটালেন পাড়ার মণ্ডপে।
তবে অন্যান্যবার যেরকম তাঁকে ঢাক বাজাতে দেখা যায়, সেরকমটা এবার দেখা যায়নি। ক্রিমরঙা কুর্তা-পাজামা পরে মণ্ডপে এসেছিলেন সৌরভ। অনুরাগীদের সঙ্গে কথাও বলতে দেখা যায় তাঁকে।
এবারের পুজোয় বাদ পড়েছে দাদার প্রাণপ্রিয় বিরিয়ানিও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ জানিয়েছেন, পুজোর প্রথম দুদিন ভালমন্দ খাওয়া হলেও অষ্টমীর দিন বাড়িতে একেবারে নিরামীষ।
কিন্তু, বিরিয়ানি বাদ কেন? কারণটা কি তাঁর কয়েক মাস আগের অসুস্থতা? হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর কি বিরিয়ানি বাদ পড়ল?
সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য ফ্যানদের আশ্বস্ত করে জানাচ্ছেন, না। তিনি একেবারে ফিট, সুস্থ। আসলে তাড়াহুড়ে করে এসে, অষ্টমীর রাতেই ফের দুবাই (Dubai) ফিরে যাচ্ছেন। তাই এবার আর বিরিয়ানি খাওয়ার সময় নেই। সেটা দুবাইয়ে গিয়েই হবে।
তিনি আরও জানিয়েছেন, তাঁর মা দুর্গার কাছে চাওয়ার কিছু নেই। পুজোর সময় দুর্গা প্রতিমা দেখতে পেলেই তাঁর মন ভাল হয়ে যায়। সব বাঙালির মতো, তাঁরও এই কয়েকটা দিন দারুণ কাটে। খুবই এনজয় করেন সময়টা। ছোটবেলা থেকে এমন একটিও পুজো নেই, যে সময়টা তাঁর ভাল কাটেনি।
তবে এবারের পুজোতে কিছুটা হলেও মন খারাপ দাদার। কারণ, সানা-ডোনা কেউই কলকাতায় নেই। সম্প্রতি উচ্চশিক্ষার জন্য লন্ডনের গ্লোবাল বিশ্ববিদ্যালয়ে (Global University, Londan) ভর্তি হয়েছেন সানা। সেই কারণেই তিনি এবং তাঁর মা, দুজনেই এখন রয়েছেন ইংল্যান্ডে। সৌরভ জানিয়েছেন, কলকাতার দুর্গা পুজো মিস করছেন সানা।
মহাষষ্ঠীর দিন কলকাতায় এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। উদ্বোধন করেছিলেন নিজের পাড়ার পুজোটির। সেইদিনই জানিয়েছিলেন, সানা-ডোনাকে তিনি খুবই মিস করছেন। তবে তাঁরা ইংল্যান্ডেই প্রবাসী বাঙালিদের পুজোতে অংশ নেবে বলেও জানিয়েছিলেন বাঙালির আইকন।
গতবার করোনা মহামারির মধ্যে হওয়া পুজোতেও মজা করতে পারেনি বেহালার বিখ্যাত গঙ্গোপাধ্যায় পরিবার। তবে সৌরভ, ডোনা এবং সানা একসঙ্গেই ছিলেন পুজোর সময়। এবারও সানা থাকলে পুজোর কটাদিন খুব মজা হত বলেও জানিয়েছিলেন তাঁর বিখ্যাত বাবা।
সৌরভ গঙ্গোপাধ্যায় থাকলে ক্রিকেটের কথা হবে না তা তো হয় না। তার উপর, আইপিএল শেষ হলেই শুরু হবে টি২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2021)। সৌরভ জানালেন, বিশ্বকাপের ভারতীয় দল (Team India) খুবই শক্তিশালী। কাপ জেতার খুবই ভাল সুযোগ রয়েছে। তবে, টুর্নামেন্টে দল কেমন খেলে, তার উপর বাকিটা নির্ভর করছে।