অন্তর্বাসের ছবিতে ভরল নেটদুনিয়া, মলাঙ্গ ছবির সেটেও 'হট' দিশা
| Updated : Jan 20 2020, 02:14 PM IST
অন্তর্বাসের ছবিতে ভরল নেটদুনিয়া, মলাঙ্গ ছবির সেটেও 'হট' দিশা
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
115
![](https://static-gi.asianetnews.com/images/01dz0zqs91r1dk6ka504hc4krs/the-bakery-lalit-great-eastern--37--jpg.jpg?impolicy=All_policy&im=Resize=(690))
মলাঙ্গ ছবির সেট থেকে হট ছবি শেয়ার করলেন দিশা পাটানি। মুহুর্তে সেই ছবি ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। গানের দৃশ্যে এই পোশাকেই দেখা গিয়েছে দিশা-কে।
215
![](https://static-gi.asianetnews.com/images/01dz116kkqwzfeb7nm1hrf1t2q/the-bakery-lalit-great-eastern--39--jpg.jpg?impolicy=All_policy&im=Resize=(690))
বর্তমানে নেট দুনিয়ায় একের পর এক হট ছবি শেয়ার করছেন দিশা পাটানি। অন্তর্বাসের ছবি দিয়ে একাধিকবার খবরের শিরোনামে অভিনেত্রী।
315
সম্ু্পতি মুক্তি পেতে চলেছে মলাঙ্গ ছবি। সেখানেই অর্জুন কাপুরের বিপরীতে দেখা যাবে অভিনেত্রীকে।
415
ছবিতে একাধিক হট সিনে ফ্রেমবন্দি হয়েছেন দিশা পাটানি। বিচের ধারে আদিত্যর সঙ্গে চুম্বনের দৃশ্যও মুহূর্তে ভাইরাল।
515
২০১৯-এর মাঝেই বেশ কয়েকটি অন্তর্বাস পরা ছবি নেট দুনিয়ায় শেয়ার করেছিলেন অভিনেত্রী।
615
এক অন্তর্বাস সংস্থা তাঁকে ব্র্যান্ড অ্যাম্বাসডর করার পর থেকেই প্রোফাইল জুড়ে একের পর এক ছবি পোস্ট করেন তিনি।
715
২০১৯-এই টাইগারের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছিলেন তিনি। বর্তমানে বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত অভিনেত্রী।
815
এরপর একাধিকবার খবরের শিরোনামে উঠে আসেন দিশা তাঁর হট লুকের জন্যে।
915
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবি মুহূর্তে ভাইরাল নেট দুনিয়ায়।
1015
শরীর সম্বন্ধে যথেষ্ট সচেতন দিশা। নিজেকে ধরে রাখতে নিয়মিত যোগা করেন তিনি।
1115
নিজের ফিটনেস নিয়েও আপোস করতে নারাজ অভিনেত্রী।
1215
২০১৯ এর মাঝামাঝি এই ছবিটি পোস্ট করার পরই সমালোচনাার মুখে পড়তে হয়েছিল দিশা পাটানিকে।
1315
ভরত ছবির আইটেম ডান্সেও হট লুকে সকলের নজর কেড়েছিলেন দিশা পাটানি।
1415
নিজের ডায়েট নিয়েও বেশ সচেতন দিশা। নিয়ম মেনেই খাবার খেয়ে থাকেন তিনি।
1515
একাধিক বিজ্ঞাপন থেকে শুরু করে ফোটোশ্যুট, নয়া লুকে ধরা দিচ্ছেন দিশা।