- Home
- Entertainment
- Bengali Cinema
- শীঘ্রই বড় পর্দায় ফিরছেন শিল্পা শেট্টি, সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন ছবির নাম
শীঘ্রই বড় পর্দায় ফিরছেন শিল্পা শেট্টি, সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন ছবির নাম
- FB
- TW
- Linkdin
সম্প্রতি প্রকাশ্যে এল শিল্পা শেট্টির নতুন কাজের খবর। নায়িকার কাম ব্যাকের খবর পেয়ে বেশ খুশি দর্শকেরা। মঙ্গলবার নিজের নতুন প্রোজেক্টের নাম ঘোষণা করলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় জানালেন ছবির নাম। ছবির নাম সুখী।
মঙ্গলবার নিজের নতুন প্রোজেক্টের নাম ঘোষণা করলেন অভিনেত্রী। ছবির নাম সুখী। শেয়ার করলেন সেই ছবির পোস্ট। ক্যাপশনে লিখলেন, ‘একটি বেধড়ক আমি, আমার জীবন একেবারে খোলা বই, দুনিয়া নির্লজ্জ বললেই বা কী, কারও থেকে আমার স্বপ্ন কম নয়।’
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন শিল্পা। ছবিতে খুবই সাদামাটা পোশাকে দেখা গিয়েছে নায়িকাকে। তার পরনে হলুদ কুর্তি। গলা দিয়ে নেওয়া সাদা ওড়না। এক হাতে ইস্ত্রি, বেলুন আর ফুলকপি। অন্য হাতে টিফিন বক্স, মানি ব্যাগ, ঘড়ি ও গাড়ির চাবি। সাধারণ মধ্যবিত্ত মহিলার সাজে দেখা গিয়েছে তাঁকে।
ছবিতে দেখা যাচ্ছে, মুখের ম্লান হাসি রয়েছে শিল্পার। তার মাথার চলছে একাধিক বিষয়। ছবিতে তা গ্রাফিক্সের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে একটি মেয়ে বাইক চালাচ্ছে, একজন নাচছে, অন্য দিকে একজন ঘোড়া চালাচ্ছে। এরই মাঝে শিল্পা নাচছে। বোঝা যাচ্ছে, তার মনের কথা ব্যক্ত হয়েছে ছবিতে।
ছবির পোস্টার দেখে মনে হচ্ছে এটি একটি নারী কেন্দ্রিক ছবি। তার মূল চরিত্রে অভিনয় করছেন শিল্পা শেট্টি। অ্যাবা্ডাটিয়া এন্টারটেইনমেন্ট ও টি সিরিজ যৌথ ভাবে প্রযোজনা করছেন ছবিটি। অ্যাবান্ডাটিয়া এন্টারটেনমেন্ট-এর প্রতিষ্ঠাতা বিক্রম এর আগে শেরনি, শকুন্তলা দেবী-র মতো ছবি প্রযোজনা করেছেন।
সুখী ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছে সোনল যোশী। এর আগে তিনি ধুম ৩, যব হ্যারি মেট সজল ইত্যাদি ছবিতে সহ পরিচালনার দায়িত্ব পান করেছিলেন। এবার তাই পরিচালনায় বক্স অফিসে আসতে চলেছেন শিল্পা। শেষ বার শিল্পা শেট্টিকে দেখা গিয়েছিল হাঙ্গামা ২ ছবিতে। লম্বা বিরতির পর এই ছবি দিয়ে কামব্যাক করেন শিল্পা। হাঙ্গামা ২ পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন। এই ছবিতে শিল্পার সঙ্গে অভিনয় করেন পরেশ রাওয়াল, মিজান জাফরি-র মতো একাধিক স্টার।
১৯৯৩ সালে গাতে রহে মেরা দিল ছবিতে প্রথম কাজ করেন শিল্পা। তবে, ছবিটি মুক্তি পায়নি। এরপর ১৯৯৩ সালেই মুক্তি পায় বাজিগর। এই ছবিতে ডেবিউ করেন শিল্পা। প্রথম ছবির জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর লাক্স নিউ ফেস অফ দ্য ইয়ার এবং ফিল্ম ফেয়ার ফর বেস্ট সার্পোটিং অ্যাকট্রেস পুরস্কারের জন্য মনোনিত হন। বাজিগর ছবির জন্য মনোনিত হয়েছিলেন শিল্পা।
শিল্পা একে একে অভিনয় করেন আঁগ, ম্যআয় খিলাড়ি তু আনারি, মিস্টার রোমিও, পৃথবি, ইনসাফ, পরদেশী বাবু-র মতো একাধিক হিট ছবিতে কাজ করেন।
শিল্পা শেট্টি অভিনীত দশ, খামোশ, আপনে, লাইফ ইন আ মেট্রোর মতো একাধিক ছবিতে উপহার দিয়েছেন দর্শকদের। অভিনয়ের পাশাপাশি স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সের ভুমিকাতেও দেখা যায় শিল্পাকে।
অভিনয়ের পাশাপাশি বহু রিয়েলিটি শো-এর বিচারকের আসনে দেখা গিয়েছে শিল্পাকে। ডান্স রিয়েলিটি শো-তে দেখ যায় শিল্পাকে। সোশ্যাল মিজিয়ায়ও অত্যন্ত সক্রিয় অভিনেত্রী। নিজের ব্যক্তিগত জীবনের বহু ছবি প্রায়শই শেয়ার করেন নায়িকা। পোস্ট করেন তার শরীরচর্চার ছবি।