মুখে ডায়াপার থেকে মাস্ক, নানা কৌশলে করোনা ঠেকাতে প্রস্তুত সানি
- FB
- TW
- Linkdin
করোনা মোকাবিলায় কীভাবে প্রস্তুতি নেবেন এবার উপায় বাতলালেন খোদ সানি লিওন। মুখে মাস্ক থেকে গ্লাভস, নিয়ম মানতে হবে সবই।
সানি বরাবরই মজার পোস্ট করে ভক্তদের নজর কাড়েন। করোনা ঠেকাতে হলে ঢাকতে হবে চোখ, নাক, মুখ, কান, ডায়াপার দিয়ে সেই কৌশল দেখালেন অভিনেত্রী।
ঢেকে রাখতে হবে চোখের চারিপাশে খোলা জায়গাও। যাতে কোনও মতেই সেথানে হাত না চলে যায়। চোখের মাস্ক নিয়ে দেখালেন সানি।
থাকতে হবে নির্দিষ্ট দুরত্বে। তাই নিজেকে কভার করেই ছবি শেয়ার করলেন সানি। মাথায় রাখা খুবই প্রয়োজন বজায় রাখতে হবে সামাজিক দুরত্ব।
কাছে আসা নয়, দুর থেকে কথা বলতে হবে। আর মুখ ঢেকে রাখতে হবে। করোনার উপদেশ এবার মজার ছলে পোস্ট করে নেটিজেনদের নজর কাড়লেন সানি।
প্রতিটা জিনিসই ছিল তাঁর বাড়িতেই। পরিবারের তিন ছোট সদস্যদের জিনিস নিয়েই দেখানে সানি করোনা মোকাবিলার কৌশল।
বাইরে বেরলে মুখ ঢেকে রাখতে হবে। পাশাপাশি ঢাকতে হবে চোখও। তাই সানগ্লাস পরাটাও জরুরী। সলবের মত এখন সানি লিওনও রয়েছেন হোম কোয়ারেন্টাইনে।
পরিবারের সঙ্গে কাটাচ্ছেন সময়। তাই ছোটদের খেলার জিনিস থেকে প্রয়োজনীয় জিনিস, সবই হাতের কাছে পেয়ে এই ছবি তুললেন সানি।
বর্তমানে এক রিয়ালিটি শো-এর শ্যুটিং-এ ব্যস্ত ছিলেন সানি। কিন্তু বন্ধ করেছে সব শ্যুটিং। তাই আপাতত সকলের মত তিনিও গৃহবন্দি।