- Home
- Entertainment
- Bengali Cinema
- সৌন্দর্যে নেটিজেনদের মনে ঝড় তুলেছেন স্বপ্না! কে এই সুন্দরী, চিনে নিন ছবিতে
সৌন্দর্যে নেটিজেনদের মনে ঝড় তুলেছেন স্বপ্না! কে এই সুন্দরী, চিনে নিন ছবিতে
আয়নার সামনে নিজেকে সুন্দর হিসেবে কে না দেখতে চায়। কিন্তু তা করতেও যে কাঠখড় পোড়াতে হয়, তার প্রমাণ স্বপ্না ব্যাস। এই ফিটনেস ট্রেনারের সৌন্দর্যে মুগ্ধ নেটিজেনরা। কিন্তু প্রথম থেকেই রাস্তা এতটা পেলব ছিল না। ছবিতে ছবিতে স্বপ্না ব্যাসকে চিনে নেওয়া যাক।
110

স্বপ্না ব্যাস। দেশের সবচেয়ে সুন্দরী ফিটনেস ট্রেনার হিসেবে পরিচিত ইনি।
210
আহমেদাবাদের বাসিন্দা স্বপ্না ব্যাস শুধুই একজন ফিটনেস ট্রেনার নন। তিনি একজন পেশাদার ডায়েটিশিয়ানও।
310
এছাড়াও তিনি ফিটনেস নিয়ে মোটিভেশনাল স্পিচও দেন।
410
কলেজে পড়ার সময়ে স্বপ্নার ওজন ছিল ৮৬ কিলোগ্রাম।
510
তার পরে অনেক অধ্য়াবসায় ও কঠোর পরিশ্রমে ওজন কমান স্বপ্না ব্যাস।
610
খাদ্যাভ্যাসেও অনেক বদল আনতে হয় স্বপ্নাকে। ২ বছরের মধ্য়ে ৫৩ কেজি ওজন কমান তিনি।
710
তিনি সোশ্যাল মিডিয়াতেও এই মুহূর্তে বড় সেলেব্রিটি।
810
অনলাইনেও প্রায় ফিটনেস ট্রেনিং দেন স্বপ্না। ফিটনেস ও ডায়েট নিয়ে বিভিন্ন টিপস দেন তিনি।
910
ইউটিউবেও তাঁর ভিউয়ারের সংখ্যা অনেক। ইউটিউব ভিডিও-র মাধ্যমেও তিনি ফিটনেস ট্রেনিং দেন।
1010
বিভিন্ন স্পোর্টস ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও হয়েছেন তিনি। দিনে লক্ষাধিক ভিউ হয় তাঁর পেজ ও ইউটিউব ভিডিওয়ে।
Latest Videos