- Home
- Entertainment
- Bengali Cinema
- শুরুতেই ভাগ্য সঙ্গে ছিল না সুশান্তের, খেলার মাঠ থেকেই বাজিমাত বি-টাউনে
শুরুতেই ভাগ্য সঙ্গে ছিল না সুশান্তের, খেলার মাঠ থেকেই বাজিমাত বি-টাউনে
| Published : Jan 21 2020, 07:10 PM IST
শুরুতেই ভাগ্য সঙ্গে ছিল না সুশান্তের, খেলার মাঠ থেকেই বাজিমাত বি-টাউনে
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
117
সুশান্ত সিং রাজপুত ছোট থেকেই ভিষণ মেধাবী ছাত্র ছিলেন। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়়াশুনা করেন অভিনেতা।
217
পড়াশুনোর পাশাপাশি তিনি অভিনয় জগতে আসতে চেয়েছিলেন। তারপরই তিনি নাচের ক্লাস জয়েন করেছিলেন।
317
নাচের মধ্যে দিয়েই প্রথম পরিচিতি ঘটে সুশান্তের। পর্দায় প্রথম কাজ করার সুযোগও আসে এই নাচ থেকেই।
417
মঞ্চে তাঁর নাচ দেখে সকলের পছন্দ হয়। আর সেখান থেকেই আসে ছোট পর্দায় অভিনয় করার সুযোগ। তিনি তা গ্রহণও করেছিলেন।
517
এভাবে দুবছর কাটার পর তিনি সিদ্ধান্ত নেন যে তিনি ফিল্ম স্টাডিস নিয়ে পড়াশুনা করার জন্য বাইরে যেতে চান। সব যখন ঠিক ঠাক হয়ে যায়, তখনই সুশান্তের কাছে নতুন ছবির প্রস্তাব আসে।
617
কাই পো চে ছবির জন্য সুশান্ত সিং রাজপুতকে মোট ১২ বার অডিশন দিতে হয়েছিল। তবুও হাল ছাড়েননি অভিনেতা।
717
অবশেষে ছবির প্রস্তাব আসে তাঁর কাছে। এই ছবিতে অভিনয়ের পর বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছিলেন সুশান্ত সিং রাজপুত।
817
যদিও এই ছবিতে অভিনয় করার জন্য তাঁকে অনেকেই অনেক প্রশ্ন করেছিল এমন একটা ছবি দিয়ে কেন তিনি জীবন শুরু করতে চাইছেন। কিন্তু কোথাও গিয়ে যেন তিনি এই সুযোগ হাত ছাড়া করতে চাননি।
917
এরপর আসে ব্যোমকেশে অভিনয় করার সুযোগ। সেই চরিত্রের জন্য নিজেকে কলকাতায় এসে তৈরি করেছিলেন তিনি।
1017
কমিয়ে ছিলেন আট কেজি ওজনও। নিজের চরিত্রের প্রতি বিশেষ যত্ন নিয়ে থাকেন তিনি। তার প্রমাণ মেলে এমএস ধোনি-তেও।
1117
এই ছবির শ্যুটিং-এর জন্য তিনি বহুবার ধোনির খেলার ভিডিও দেখেছিলেন। মাঠে নেমে ব্যাটও ধরেছিলেন।
1217
ধোনির কথা, হাঁটা চলা সবই লক্ষ্য করেছিলেন তিনি। কোথাও গিয়ে যেন সেই লক্ষ্যেই এগিয়েছিলেন সুশান্ত, যা থেকে নিজের সেরাটা দিতে পারেন তিনি।
1317
পিকে ছবিতে খুব ছোট একটা পাঠ পান সুশান্ত সিং রাজপুত। তাও তিনি তা গ্রহণ করেছিলেন। কারণ ছবির পরিচালক ছিলেন রাজকুমার হিরানি।
1417
পিকে ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়ার সময় সুশান্তকে পরিচালক মোট ২০ টাকা দিয়েছিলেন। তা অভিনেতা বাড়িতে বাঁধিয়ে রেখেছেন।
1517
এক সময় অঙ্কিতার সঙ্গে চুটিয়ে প্রেম করতেন সুশান্ত সিং রাজপুত। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন থাকেনি।
1617
এর পরই তাঁর জীবনে আসে রেহা চক্রবর্তী। বর্তমানে তাঁরই প্রেমে মজেছেন সুশান্ত সিং। জন্মদিনে বিশেষ শুভেচ্ছাও জানিয়েছেন রেহা।
1717
বর্তমানে সুশান্ত সিং বি-টাউনের এক প্রতিষ্ঠিত অভিনেতা। হাতে একাধিক ছবির প্রস্তাব। অভিনেতার জন্মদিনে রইল অনের শুভেচ্ছা।