- Home
- Entertainment
- Bengali Cinema
- বলিউডে পা রাখতেই বাজিমাত, পুরস্কার থেকে ছবির প্রস্তাব এক বছরেই ভরল অনন্যার ঝুলি
বলিউডে পা রাখতেই বাজিমাত, পুরস্কার থেকে ছবির প্রস্তাব এক বছরেই ভরল অনন্যার ঝুলি
বলিউডে পারাখ পর থেকেই খবরের শিকোনােম একাধিকবার নাম লিখিয়েছিন অনন্যা পান্ডে। তাঁর প্রতিটি পদক্ষেপেই এক নতুন চমক। হাতে একাধিক ছবির প্রস্তাব। এরই মাঝে মুকুটে নতুন পালক। অ্যামাজন ফিল্ম ফেয়ার-এ সেরা ডেবিউ পুরস্কার পেলেন অনন্যা পান্ডে।
116

অনন্যা পান্ডে বলিউডে পা রেখেছিলেন ২০১৯-এ। প্রথম ছবি স্টুডেন্ড অব দ্য ইয়ার টু।
216
চাঙ্কি পান্ডের এই কন্যা বলিউডে পা রাখার পর থেকেই ঝড় তুলেছেন নেট দুনিয়ায়। হট লুক ও অভিনয়ে বাজিমাত প্রথম বছর।
316
রবিবার তাঁর মুকুটে এল নতুন পালক। অ্যামাজন ফিল্ম ফেয়ার পুরস্কারের সেরা ডেবিউ-র সন্মান পেলেন অনন্যা পান্ডে।
416
ছোট থেকেই অনন্যা পান্ডের স্বপ্ন ছিল তিনি বলিউডে পা রাখবেন। কিন্তু চাঙ্কি পান্ডের তেমন কোনও পরিকল্পনা ছিল না।
516
ছোট থেকেই থিয়েটর করা, বলিউড ছবি দেখা এগুলো পছন্দের বিষয় ছিল অনন্যার। তাঁর পছন্দের অভিনেতা বরুন ধাওয়ান ও অভিনেত্রী আলিয়া ভাট দীপিকা পাড়ুকোন।
616
চাঙ্কি পান্ডের মেয়ের হওয়ার কারণে অনন্যা পান্ডের বি-টাউনে পা রাখতে খানিক সুবিধা হয়েছিল বটে, কিন্তু পরবর্তীতে তিনি সেই সুযোগ কোনওভাবেই কাজে লাগাতে চাননি।
716
ভারতের বাইরে মডেলিং দিয়েই কেরিয়ার শুরু করেছিলেন অনন্যা পান্ডে। এরপরই প্রস্তাব আসে করণ জোহারের ছবিতে অভিনয় করার।
816
চাঙ্কি পান্ডে প্রথমে মনে করতেন না যে অনন্যা অভিনয় জগতে পা রাখতে পারেন। কিন্তু পরবর্তীতে অনন্যা তা প্রমাণ করে দেন।
916
স্কুলের এক অনুষ্ঠানে ভালো অভিনয় করে সকলকে তাক লাগালেন অনন্যা। তখনই চাঙ্কি পান্ডে মত বদলালেন এবং অনন্যা পান্ডে অভিনয়ের জন্য প্রস্তুতি নিলেন।
1016
অভিনয় জগতে আসার জন্য তাঁর জীবনে প্রথম অনুপ্রেরণা ছিল শাহরুখ খান। সুহানা ও অনন্যা বরাবরই খুব ভালো বন্ধু। শাহরুখ খানই তাঁদের ভিডিও তুলতেন, সহযোগীতা করতেন।
1116
অনন্যা প্রথম ছবির প্রস্তাব পেয়েছিলেন করণ জোহারের থেকে। কিন্তু তিনি গোপন রেখেছিলেন তাঁর পরিচয়।
1216
বর্তমানে অনন্যা নেট দুনিয়ায় ট্রোল কুইন। একের পর এক মন্তব্য ঘিরে তাঁকে ট্রোলের শিকার হতে হয়। প্রথমে সমস্যা হলেও এখন স্পষ্ট জবাব দেন তিনি।
1316
ট্রোল সামলাতে তাঁকে সাহায্য করে থাকেন তাঁর বন্ধু সুহানা খান। এখন তিনি মনে করেন সমালোচনাও প্রয়োজন।
1416
সম্প্রতি কলেজ বিতর্কে জড়িয়ে ছিলেন অনন্যা পান্ডে। পরবর্তীতে নিজেই সব প্রমাণসহ সকলের সামনে সত্যি ঘটনা তুলেধরেন।
1516
তাঁর শেষ মুক্তি পাওয়া ছবি হল পতিপত্নী অর উও। এই ছবিতে তাঁর অভিনয় সকলকে তাক লাগিয়েছে।
1616
স্বাস্থ্য নিয়ে সচেতন হলেও খেতে ভিষণ পছন্দ করেন অনন্যা পান্ডে। বিশেষ কিছু পদের ক্ষেত্রে কোনও নিয়মই মানতে চাননা তিনি।
Latest Videos