প্রথম ভারতীয় মহিলা হিসেবে ইউরোপের লিগে গোল, ইতিহাসের পাতায় বালা দেবী
ভারতীয় মহিলা ফুটবলের ক্ষেত্রে ঐতিহাসিক মুহূর্ত। প্রথম ভারতীয় মহিলা ফুটবলার হিসেবে ইউরোপের পেশাদার লিগে গোল করে অনন্য নজির সৃষ্টি করলেন বালা দেবী। ইতিহাস সৃষ্টি করতে পেরে খুশি বালা দেবী।
- FB
- TW
- Linkdin
বর্তমানে ইউরোপের ক্লাব রেঞ্জার্স এফসির হয়ে খেলেন ভারতের তারকা মহিলা ফুটবলার বালা দেবী। ক্লাবের হয়ে গোল করার স্বপ্ন ছিল দীর্ঘ দিনের।
এতদিন গোল না আসলেও, হতাশ হয়ে পড়েননি বালা দেবী। অনুশীলনে নিজেকে উজার করে দিয়েছেন। নিজেকে প্রস্তুত রেখেছেন সব সময়।
৭ তারিখ রেঞ্জার্স এফসির খেলা ছিল মাদারওয়েলের বিরুদ্ধে। প্রথম একাদশে জায়গা না পেলেও রিজার্ভ বেঞ্চে ছিলেন বালা দেবী।
ম্য়াচের ৬৫ মিনিটে পরিবর্ত হিসেবে বালা দেবীকে নামান রেঞ্জার্স এফসির কোচ। তার আগেই অবশ্য ৭-০ গোলে এগিয়ে ছিল রেঞ্জার্স এফসি।
এই সুযোগ হাতছাড়া করতে চাননি বালা দেবী। ম্যাচের ৮০ মিনিটে গোল করার সুযোগ পেতেই জালে বল জড়িয়ে ইতিহাস সৃষ্টি করেন ভারতীয় ফুটবলার। রেঞ্জার্স ম্য়াচ জেতে ৯-০ গোলে।
ক্লাবের তরফ থেকেও বালা দেবীকে শুভেচ্ছা জানানো হয় ইতিহাস সৃষ্টি করার জন্য। একই সঙ্গে শুভেচ্ছার বন্যা ভেসে যান তিনি। আগামি দিনেও আরও ভালো ফুটবল খেলাই লক্ষ্য বালা দেবীর।