প্রথম ভারতীয় মহিলা হিসেবে ইউরোপের লিগে গোল, ইতিহাসের পাতায় বালা দেবী
First Published Dec 8, 2020, 12:33 PM IST
ভারতীয় মহিলা ফুটবলের ক্ষেত্রে ঐতিহাসিক মুহূর্ত। প্রথম ভারতীয় মহিলা ফুটবলার হিসেবে ইউরোপের পেশাদার লিগে গোল করে অনন্য নজির সৃষ্টি করলেন বালা দেবী। ইতিহাস সৃষ্টি করতে পেরে খুশি বালা দেবী।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন