ইনস্টাগ্রাম থেকে আয়ের নিরিখে শীর্ষে রোনাল্ডো, পরিমাণ জানলে চমকে উঠবেন
- FB
- TW
- Linkdin
চলতি বছরের ইনস্টাগ্রাম ধনীর তালিকায় শীর্ষ স্থানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ‘হুপার এইচকিউ’-এর গবেষণায় বেরিয়ে এসেছে এই নতুন তথ্য।
ইনস্টাগ্রামে একটি স্পনশর পোস্ট করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো উপার্জন করেন প্রায় ১৬ লক্ষ মার্কিন ডলার।
ভারতীয় মুদ্রায় সেই পরিমাণ জানলে চমকে যাবেন। রোনাল্ডোর একটি পোস্ট থেকে উপার্জনের পরিমাণ প্রায় ১১কোটি ৯৫ লক্ষ টাকা।
বর্তমানে গোটা বিশ্বে ইনস্টাগ্রামে সর্বাধিক ফলোয়ার্স রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তাকে অনুসরণ করেন বিশ্বের প্রায় ২৯ কোটি ৫৯ লক্ষ মানুষ।
শুধু ইনস্টাগ্রাম নয়, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম মিলিয়ে রোনাল্ডকে ফলো করেন প্রায় ৫৩ কোটি মানুষ।
এই তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছেন ডোয়েইন জনসন ওরফে 'দ্য রক'। তবে রোনাল্ডোর সঙ্গে তার তফাৎ অনেকটাই।
ক্রীড়া ব্যক্তিত্বদের মধ্যে এই তালিকার সাত নম্বরে মেসি। একটি পোস্ট থেকে তার আয় প্রায় ১১ লক্ষ ৬৯ হাজার মার্কিন ডলার। ভারতীয় মূল্যে যা ৮ কোটি ৭১ লক্ষ টাকা।
এই তালিকায় জায়গা পেয়েছেন ব্রাজিলের নেইমারও। ১৬ নম্বর স্থানে রয়েছেন তিনি। তাঁর আয় ৮ লক্ষ ২৪ হাজার ডলার।
সেরা ২০-তে এশিয়া থেকে রয়েছেন এক জন ক্রীড়াবিদ। তিনি ভারত অধিনায়ক বিরাট কোহলি।
প্রতি স্পনশর পোস্ট পিছু বিরাট কোহলির রোজগার প্রায় ৬লক্ষ ৮০ হাজার ডলার। ভারতীয় মূল্যে যা প্রায় ৫ কোটি টাকা।