প্রিয় বন্ধুর উদ্যোগ, মারাদোনার নামে কলকাতায় হতে পারে মিউজিয়াম
First Published Dec 8, 2020, 3:57 PM IST
২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ফুটবল কিংবদন্তী দিয়াগো মারাদোনা। তারপর থেকেই বিশ্ব জুড়ে চলছে শ্রদ্ধা জানানোর পালা। এবার 'হ্যান্ড অফ গড'-এর স্মরণে কলকাতায় হতে পারে মারাদোনার নামে মিউজিয়াম। উদ্যোক্তা ববি চেম্মানুর ইন্টারন্যাশনাল গ্রুপ।

প্রয়াত ৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক মারাদোনাকে সম্মান জানানো হচ্ছে বিশ্ব জুড়ে। মারাদোনা স্মরণে নানা ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে ফুটবল বিশ্বে।

মারাদোনাকে শ্রদ্ধা জানাতে নাপোলি ক্লাবের স্টেডিয়ামের নাম পাল্টে দিয়েগো আর্মান্দো মারাদোনা স্টেডিয়াম রাখা হয়েছে। এবার মারাদোনা স্মরণে স্টেডিয়াম তৈরি হতে চলেছে ভারতে। তাও হতে পারে আবার কলকাতায়।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন