জেনে নিন চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের আটটি দলের শক্তি এবং দুর্বলতা
- FB
- TW
- Linkdin
আর বি লেপজিগ-
শক্তি-
প্রত্যাশার অভাব। খুব সম্ভবত কোয়ার্টার ফাইনালে পৌঁছনো সবচেয়ে দুর্বল দল তারা। তাদের নিয়ে বিশাল কোনও প্রত্যাশা নেই কারোরই। ফলে অনেক খোলা মনে খেলতে পারবে তারা।
দুর্বলতা-
দলের অন্যতম অস্ত্র গোলমেশিন টিমো ওয়ার্নার ঘরোয়া মরশুম শেষ হওয়া মাত্রই যোগ দিয়েছেন চেলসিতে। ফলে আক্রমণভাগ আগের থেকে দুর্বল
অলিম্পিক লিওন-
শক্তি-
অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল। মেমফিস দিপাইয়ের মতো অভিজ্ঞ তারকার সাথে সাথে মুসা ডেমবলে, ব্রুনো গুইমারেস-এর মত তরুণ-রা লিওনের অন্যতম ভরসা। সদ্য পিএসজি এবং জুভেন্তাসের বিরুদ্ধে করা পারফরম্যান্সগুলিও স্বস্তি দেবে তাদের।
দুর্বলতা-
ইউসিএলের মঞ্চে অভিজ্ঞতার অভাব এবং রক্ষণের ধারাবাহিকতার অভাব ভালোই ভোগাবে লিওন-কে।
আটালান্টা-
শক্তি-
সর্বগ্রাসী আক্রমণ। এই মরশুমে লিগে দুর্দান্ত ছন্দে থাকা আটালান্টা আক্রমণ লিগে ৯৮ টি গোল করেছে। লুইস মুরিয়েল, ডিভান জুপাটা যে কোনও রক্ষণভাগকে কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।
দুর্বলতা-
ধারাবাহিকতার অভাব, রক্ষণের দুর্বলতা ও দলের প্রধান গোলস্কোরার জোসেফ ইলিসিচের না থাকা ভোগাবে দলকে।
প্যারিস সেন্ট জার্মেইন-
শক্তি-
দলে একাধিক বড় ফুটবলার। রয়েছেন নেইমারের মতো তারকার ফর্মে থাকা। পিছিয়ে থেকেও শেষ ষোলো-তে ডর্টমুন্ডকে হারানো। চ্যাম্পিয়ন্স লিগ শুরু হওয়ার আগেই পর পর দুটি ট্রফি জিতে থাকা এসব দলের মনোবল বাড়াবে।
দুর্বলতা-
এই প্রতিযোগিতার নক্-আউটে দলের খারাপ রেকর্ড চাপে রাখবে দলকে। তাছাড়া এমব্যাপে, ভেরেত্তির মতো তারকাদের চোট ভোগাবে দলকে।
আতলেতিকো মাদ্রিদ-
শক্তি-
ধারাবাহিকতা এবং অভিজ্ঞতা। ফুটবল ফেরার পর থেকে একটিও ম্যাচে হারেনি দিয়েগো সিমিওনের দল। সঙ্গে এই প্রতিযোগিতায় প্রচুর অভিজ্ঞতা রয়েছে দলের একাধিক তারকার।
দুর্বলতা-
দলে জেনুইন গোল স্কোরারের অভাব। তাছাড়া শোনা যাচ্ছে দলের নির্ভরযোগ্য দুই ফুটবলার করোনা সংক্রমণে আক্রান্ত। যদি তা সত্যি হয় তাহলে তা বড়ো ধাক্কা হবে দলের কাছে।
ম্যানচেস্টার সিটি-
শক্তি-
সাম্প্রতিক ফর্ম দুর্দান্ত দলের। রিয়াল মাদ্রিদ-কে দাপট দেখিয়ে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে দল। দুর্দান্ত ফর্মে রয়েছেন মাঝমাঠের তারকা, এই মুহুর্তে বিশ্বের সেরা মিডফিল্ডার কেভিন দি ব্রুইন, যা নিঃসন্দেহে স্বস্তি দেবে ম্যানেজার পেপ গুয়ার্দিওয়ালা-কে।
দুর্বলতা-
চলতি বছরে ডিফেন্স বারবার ভুগিয়েছে সিটি-কে। তা নিয়ে মাথাব্যথা এখনও যায়নি পেপ গুয়ার্দিওয়ালার।
বার্সেলোনা-
শক্তি-
দলে মেসির মতো তারকার উপস্থিতি সবসময় বাড়তি পাওনা। তাছাড়া কোয়ার্টার ফাইনালে দলের পারফরম্যান্স দেখে ভরসা পাচ্ছেন ভক্তরা।
দুর্বলতা-
চলতি মরশুমে দল হিসেবে ভালো খেলতে ব্যর্থ বার্সা। ডিফেন্সে ধারাবাহিকতার অভাবও চিন্তায় রাখবে তাদের।
বায়ার্ন মিউনিখ-
শক্তি-
ডিফেন্স থেকে আক্রমণ সব বিভাগেই ফর্মের তুঙ্গে রয়েছে বাভারিয়ান নেকড়েরা। ধ্বংসাত্বক ফর্মে থাকা লিয়নডস্কি, মাঝমাঠে নিখুঁত টমাস মুলার, গোলে অভিজ্ঞ ম্যানুয়েল ন্যয়ার ভরসা দিচ্ছে বায়ার্ন ভক্তদের।
দুর্বলতা-
দলের প্রধান গোলরক্ষক জেরোম বোয়াতাংয়ের চোট ছাড়া দলে আর কোনও সমস্যা নেই। একমাত্র অতিরিক্ত আত্মবিশ্বাসই পথের কাঁটা হয়ে উঠতে পারে বায়ার্নের।