মারাদোনার 'হ্যান্ড অফ গডের' সেই জার্সি উঠছে নিলামে, কত হতে পারে দর
২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন বিশ্ব ফুটবলের রাজপুত্র দিয়াগো মারাদোনা। চোখের জলে ৮৬- বিশ্বকাপের নায়ককে বিদায় জানিয়েছেন অনুরাগীরা। বিশ্ব জুড়ে চলছে শ্রদ্ধাজ্ঞাপন। এরইমধ্যে খবর নিলামে উঠতে পারে মারাদোনার 'হ্যান্ড অফ গড' ম্যাচের সেই জার্সি। নিলাম শুরুর দর জানলে চোখ কপালে উঠবে আপনারও।
- FB
- TW
- Linkdin
১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফুটবল ইতিহাসের সেরা বিতর্কিত গোলটি করেছিলেন দিয়াগো মারাদোনা। ডিফেন্ডারের তুলে দেওয়া বল ফিস্ট করতে যান পিটার শিল্টন। সেই বলে হেড দেওয়ার জন্য লাফ দেয় দিয়াগো মারাদোনা।
হেড করার সময় মারাদোনার বাঁ হাত ও মাথা খুব কাছাকাছি ছিল। তাই প্রথমে বল মারাদোনার হাতে লাগে ও তারর মাথায়। হেড করার বদলে হাত দিয়ে গোল করেছিলেন দিয়েগো মারাদোনা। যাকে ‘হ্যান্ড অব গড’ বলে পরবর্তী কালে আখ্যা দিয়েছিলেন স্বয়ং আর্জেন্টাইন অধিনায়ক।
ওই বিতর্কিত গোলের ৪ মিনিটের মধ্যেই শতাব্দীর সেরা গোলটি ফুটবল ভক্তদের উপহার দেন মারাদোনা। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে একের পর এক ইংলিশ ডিফেন্ডারদের কাটিয়ে শেষে গোলরক্ষককে কাটিয়ে গোল করেন মারাদোনা।
এবার সেই ম্যাচের জার্সি নিলামে তোলার পরিকল্পনা নিয়েছে এক সংস্থা। সেই বিখ্যাত জার্সি এই মুহূর্তে রাখা আছে ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টারে সেখানকার জাতীয় ফুটবল মিউজিয়ামে।
মেক্সিকো সিটিতে ১৯৮৬ সালের বিশ্বকাপের সেই কোয়ার্টার ফাইনালের পর ইংল্যান্ডের সেই ম্যাচের মিডফিল্ডার স্টিভ হজের সঙ্গে জার্সি বদল করেন মারাদোনা। স্টিভ বলেছিলেন, “টানেলের ভিতর দিয়ে ফেরার সময় মারাদোনার সঙ্গে সে দিন জার্সি বদল করতে পেরেছিলাম।”
সেই জার্সিই নিলামের প্রস্তাব দিচ্ছেন আমেরিকার এক নিলাম সংস্থার প্রধান ডেভিড আমেরমান। তিনি বলেন, “ওই জার্সির দাম নির্ধারণ করা কঠিন। তবে ২০ লক্ষ ডলার খরচ করতে রাজি থাকবেন যে কেউ।” অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৪ কোটি ৭৯ লক্ষ টাকা দাম উঠতে পারে বলে ডেভিডের মত।
তবে মারাদোনার বিশ্বখ্যাত ম্যাচের জার্সি আপনার করতে গেলে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে আপনাকে। কারণ এখনও নিলামের কোনও দিন ঠিক হয়বি। প্রস্তাব দেওয়া হয়েছে মাত্র।