শীতে খুশখুশে কাশিতে জেরবার, ঘরোয়া অব্যর্থ ওষুধ কাজ করবে কাফ সিরাপের চেয়েও দ্বিগুন
First Published Dec 15, 2020, 6:37 PM IST
শীতকাল পড়তে না পড়তেই খুশখুশে কাশির সমস্যায় নাজেহাল। তার সঙ্গে গলা ব্যথা লেগেই রয়েছে। এই সময় ঠিকঠাক ব্যবস্থা না নিলে এই সমস্যা আরও বেড়ে যায়। আরএকটু গলা ব্যথা হলেই আমরা একের পর এক ওষুধ খেয়ে থাকি। তার উপর কাফ সিরাপও তো রয়েছে। তবে ওষুধ খাওয়ার আগে একটু ভেবেচিন্তে খান। জানেন কি এই কাফ সিরাপের চেয়ে ঘরোয়া টোটকা কাজ করবে দ্বিগুন। রইল ঘরোয়া পদ্ধতিতে খুশখুশে কাশির কমানোর সহজ টিপস।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন