বর্ষায় খুশখুশে কাশিতে বুকে ব্যথা হচ্ছে, ওষুধ না খেয়ে পাতে রাখুন এই ফল
| Published : Jul 14 2021, 05:07 PM IST
বর্ষায় খুশখুশে কাশিতে বুকে ব্যথা হচ্ছে, ওষুধ না খেয়ে পাতে রাখুন এই ফল
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
17
শীতে সর্দি কাশির থেকে রেহাই পেতে ম্যাজিকের মতো কাজ করে আনারস।
27
আনারসের মধ্যে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে প্রচুর পরিমাণে। তার ফলে এই ফলের রস কাশি সারাতে পারে খুব তাড়াতাড়ি।
37
তেমনি আবার হজম শক্তি বৃদ্ধিতেও দারুণ কাজ করে আনারস।
47
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আনারস। অ্যালার্জি প্রতিরোধেও জুড়ি মেলা ভার আনারসের।
57
আনারসের জুসের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে খান। দীর্ঘদিন ধরে কাশির সমস্যায় ভুগলে অনায়াসেই মুক্তি পাবেন এই টোটকা থেকে।
67
আনারসের জুসের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে খান। দীর্ঘদিন ধরে কাশির সমস্যায় ভুগলে অনায়াসেই মুক্তি পাবেন এই টোটকা থেকে।
77
আনারসের রসের পাশাপাশি দিনে দু-তিনবার আদা দেওয়া চা খান। ওষুধের থেকে তাড়াতাড়ি কাজ করে এই মিশ্রণ।