ঘুমের মধ্যেই মারাত্মক পেশির টান, একেবারেই অবহেলা নয় জেনে নিন কি করবেন
- FB
- TW
- Linkdin
চিকিৎসকদের মতে, এই সমস্যায় প্রথমেই পেশিকে রিল্যাক্স করার ব্যবস্থা করতে হবে। এর ফলে পেশির প্রসারন ঘটবে ও ব্যাথাও কমে আসবে।
যদি কাপ ম্যাসলে টান পরে তবে পা মেলে বসে হাত দিয়ে পায়ের আঙ্গুলগুলো নিজের দিকে টানার চেষ্টা করুন।
এছাড়া পেশি শক্ত হয়ে থাকলে হট ওয়াটার ব্যাগের সাহায্যে শেক দিন, দ্রুত আরাম পাবেন।
এই বিষয়ে গবেষকরা জানিয়েছেন, অতিরিক্ত পরিশ্রম, দীর্ঘ সময় বসে বা দাঁড়িয়ে থাকা, ভারী কোনও বস্তু তুলতে গিয়ে টান পরা, জল কম পান করা, রক্তে পটাশিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের ঘাটতির ফলে এই সমস্যা দেখা দেয়।
তবে এই সমস্যা এড়িয়ে চলতে ডায়েটে পটাশিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম যুক্ত খাবার রাখুন।
শাকসবজি, ফল, খেজুর দুধ ও মাংসও রাখতে পারেন। সেই সঙ্গে নিয়ম মেনে সারাদিনে প্রচুর জল পান করুন।
এতে আপনার পেশির ফ্ল্যাক্সিবিলিটি বাড়বে। প্রয়োজনে শরীর ডিহাউড্রেট রাখার জন্য লবন-চিনি মিশ্রিত জলও পান করতে পারেন।
অতিরিক্ত সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।