ওজন কমাতে ভরসা রাখুন Street Foods -এর ওপর, পুজোর আগে কমবে বাড়তি মেদ
- FB
- TW
- Linkdin
খেতে পারেন ধোকলা। ধোকলা সর্বত্র পাওয়া যায়। ডাল দিয়ে তৈরি হয় এই পদ। এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এটি সহজে হজম হয়। অন্য দিকে স্বাস্থ্যের উন্নতি ঘটায়। আর ধোকলা খেলে অনেক্ষণ পেট ভর্তি থাকে। তাই নিয়ম করে খেতে পারেন ধোকলা। এতে কোনও জটিলতা তৈরি হবে না। আর ওজন বাড়বে না।
খেতে পারেন ভুট্টা চাট খেতে পারেন। ভুট্টা স্বাস্থ্যের জন্য উপকারী। বাজারে যে কোনও জায়গায় দেখতে পারেন ভুট্টা চার্ট। মিক্সড স্প্রাউটস কর্ন চাটও খেতে পারেন। এতে পুষ্টিকর উপাদান আছে। যা স্বাস্থ্যের উন্নতি ঘটায়। আর স্বাদের জন্য এটি খেতে সকলেই পছন্দ করবেন। তাই নিয়মিত স্ক্যাক্সে খেতে পারেন ভুট্টা চাট।
খেতে পারেন পনির টিক্কা। পনির স্বাস্থ্যের জন্য উপকারী। এটি ওজন কমাতে সাহায্য করে সঙ্গে দীর্ঘক্ষণ পেট ভর্তি থাকে। তেমনই এটি তৈরিতে দই দিয়ে ম্যারিনেট করা হয়। এটি তৈরিতেও তেমন তেল লাগে না। আপনি নিজেও সন্ধ্যার জল খাবারের জন্য বানাতে পারেন পনির টিক্কা। এটি সুস্বাদু ও স্বাস্থ্যকর।
খেতে পারেন অমলেট। ডিম স্বাস্থ্যের জন্য উপকারী। এটি প্রোটিন সমৃদ্ধ। মশলা অমলেট খেতে পারেন। তবে, চেষ্টা করুন ডিম সেদ্ধ খেতে। অমলেট তৈরিতে তেল প্রয়োজন। তা রোজ না খাওয়া উচিত নয়। এদিকে ডিম খেলে দীর্ঘক্ষণ পেট ভর্তি থাকে। তাই রাস্তায় বেরিয়ে মশলাদার কিছু খাওয়ার ইচ্ছে হলে খেতে পারেন মশলা অমলেট।
খেতে পারেন ফ্রুট চার্ট। ফলে রয়েছে একাধিক উপকারী উপাদান। যা শরীর রাখে সুস্থ। রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে তেমনই স্বাস্থ্যের উন্নতি ঘটায়। রোজ খেতে পারেন ফ্রুট চাট। এটি সর্বত্র পাওয়া যায়। এতে দীর্ঘক্ষণ পেট ভর্তি থাকে। ওজন থাকে নিয়ন্ত্রণে। আর বিভিন্ন ফল দিয়ে এই ফ্রুট চার্ট তৈরি করায় খেতেও ভালো লাগে।
খেতে পারেন লো কার্ব কচুরি। কচুরি মানেই যে তা ওজন বৃদ্ধি করবে এমন নয়। খেতে পারেন লো কার্ব কচুরি। এতে তেঁতুল থাকে। যা স্বাস্থ্যের উন্নতি ঘটায়। আজ এটি ভাজতে তেল প্রয়োজন হয় ঠিকই, কিন্তু এতে স্বাস্থ্যের তেমন ক্ষতি হয় না। তাই মাঝে মধ্যে খেতেই পারেন লো কার্ব কচুরি।
খেতে পারেন ডাল মুট চাট। টমেটো, পেঁয়াজ, পনির ও কিছু মশলা দিয়ে তৈরি করা হয় এই ডাল মুট চাট। এটি চাইনি নিজে বাড়িতেও বানানতে পারেন। মাত্র ১০ মিনিটে বানানো সম্ভব এই ডাল মুট চাট। এই স্বাদে চটপটা। তাই সন্ধ্যার চায়ের আড্ডার পরিকল্পনা থাকলে তৈরি করতেই পারেন ডাল মুট চাট।
বাড়তি মেদ ঝড়াতে চাইলে প্রচুর জল খান। জল আমাদের শরীরে ডিটক্স ওয়াটারের কাজ করে। মেদ কমে এর ফলে। রোজ ৭ থেকে ৮ গ্লাস করে জল পান করুন। এতে শরীর থাকবে সুস্থ। সঙ্গে কমবে মেদ। রোজ সকালে ডিটক্স ওয়াটার খেতে পারেন। একাধিক ডিটক্স ওয়াটার ওজন কমাতে সাহায্য করে। এতে মিলবে উপকার।
নিয়ম করে এক্সারসাইজ করুন। শরীরে অন্যান্য অংশের তুলোয় পেটে বেশি মেদ জমে। এই মেদ কমাতে প্ল্যাঙ্ক করতে পারেন। শরীর সুস্থ রাখতে অন্তত ৩০ মিনিট হাঁটুন। এতে মিলবে উপকার। ওজন কমাতে সারা দিন যতটা পারবেন শারীরিক ভাবে অ্যাক্টিভ থাকুন। এতে মিলবে উপকার। নিয়মিত এক্সারসাইজ দ্রুত কমাবে ওজন।
এর সঙ্গে রোজ ৭ থেকে ৮ ঘন্টা ঘুমান। ঘুম ঠিক না হলে ওজন বৃদ্ধি পায়। মানসিক ভাবে সুস্থ থাকা প্রতিটি ব্যক্তির জন্য খুবই জরুরি। তাই রোজ নিয়ম করে মেডিটেশন করুন। সঠিক খাবার খান। এতে শরীর থাকবে সুস্থ। কমবে বাড়তি মেদ। সঙ্গে মদ্যপান কিংবা যে কোনও সফট ড্রিংক্স খাওয়া বন্ধ করুন। মিলবে উপকার।