Probiotic Food কি, জেনে নিন কোন কোন খাদ্যে রয়েছে এই গুণ
- FB
- TW
- Linkdin
প্রোবায়োটিক খাদ্য বলতে বোঝায় বিশেষ এক প্রকার ফাইবার, যা অন্ত্র বা কোলনের মধ্যের উপকারী ব্যাকটেরিয়াকে পুষ্টি প্রদান করে। রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়।
প্রোবায়োটিক ইনসুলিনের সংবেদনশীলতার উন্নতি ঘটায় এবং গ্লুকোজ নিয়ন্ত্রণও সাহায্য করে। এগুলো পরিপাকতন্ত্রের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে।
অনিয়ন্ত্রিত ওজন বৃদ্ধি প্রতিরোধ করে প্রোবায়োটিক ফুড। একই সঙ্গে হরমোনের ভারসাম্যও বজায় রাখে। জেনে নেওয়া যাক প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার সম্বন্ধে।
প্রোবায়োটিক সমৃদ্ধ খাবারগুলি মধ্যে প্রথমেই আসে টকদই, ইডলি, পনির বা চিজ, সয়াবিনের দানা, মটরশুঁটি, আচার।
কলার মধ্যের প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যে পাকা কলা সামান্য সবুজ রঙ থাকে তাতে প্রোবায়োটিক বেশী থাকে। এবং এটাকে দই কিংবা ওটসমিলের মতন হোল-গ্রেন ব্রেকফাস্ট সিরিয়ালের সঙ্গে দিলে ফাইবারের পরিমাণ বেড়ে যায়।
এছাড়াও রয়েছে হোল ওটস, কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ, ভুট্টা-বাজরা, বার্লি ইত্যাদিতে প্রচুর পরিমানে প্রোবায়োটিক থাকে যা স্বাস্থের পক্ষে বিশেষ উপযোগী।
এই খাদ্যগুলি আমাদের হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এর ফলে সুস্থ থাকে আমাদের শরীর। ৩০ থেকে ৪০ শতাংশ রোগ প্রতিরোধক ক্ষমতা থাকে আমাদের পৌষ্টিকতন্ত্রেই।
অনিয়মিত জীবনযাপনের জন্য এই ব্যাকটিরিয়ার ভারসাম্য নষ্ট হয়ে যায়। এর ফলে ক্ষতিগ্রস্ত হয় আমাদের হজমশক্তিও। তাই আমাদের প্রত্যেক দিন প্রোবায়োটিক সমৃদ্ধ খাদ্য পাতে রাখা উচিৎ।