- Home
- India News
- দেশ জুড়ে তাণ্ডব করোনার, পাল্টাচ্ছে উপসর্গ, জানুন শরীরের কোন সমস্যা দেখা মাত্রই সতর্ক হবেন
দেশ জুড়ে তাণ্ডব করোনার, পাল্টাচ্ছে উপসর্গ, জানুন শরীরের কোন সমস্যা দেখা মাত্রই সতর্ক হবেন
গোটা দেশ জুড়ে এখন ঝড়ের বেগে ছড়িয়ে পড়ছে করোনা। এরই মধ্যে স্বাভাবিক রয়েছে জীবন যাত্রা। নেই লকডাউন। তাই তড়িঘড়ি করোনাতে আক্রান্ত হয়ে পড়ছেন সাধারণ মানুষ। প্রত্যহ এক লক্ষ্যের বেশি আক্রান্ত। প্রাথমিকভাবে কী দেখে বুঝবেন করোনার উপসর্গ, জেনে রাখুন নতুন লক্ষ্যণ।
- FB
- TW
- Linkdin
২০২০ সালে করোনা কোপ বসানো মাত্রই সর্বত্র বারে বারে সতর্ক করা হচ্ছিল ঠিক কোন কোন উপসর্গ দেখে সকলের সাবধান হওয়া উচিৎ।
সেই সূত্রে কম বেশি সকলেরই জানা ছিল কী কী হলে খানিক দূরত্ব বজায় রেখে একটা পরীক্ষা করিয়ে নিতে হবে।
তবে বছর ঘুরতেই সেই সব লক্ষণগুলিও গিয়েছে পাল্টে। আগে স্বাদ-গন্ধ না পাওয়া জ্বর, গলায় ব্যাথা ছিল প্রধান লক্ষণ।
তবে এবার বেশ কিছুটা আলাদা। সবার আগে যা প্রকট হচ্ছে তা হল ডায়ারিয়া। পেটের সমস্যা। গ্যাস, বারে বারে পেট কামরে ওঠা।
শরীর জুড়ে অস্বাভাবিক ক্লান্তি বোধ। গায়ে হাতে পায়ে ব্যাথা। শরীরের জোর হারিয়ে ফেলা।
সঙ্গে হালকা জ্বর বা কাশির সমস্যা দেখা দিতে পারে। তবে অনেকের ক্ষেত্রেই ত্বকে ব়্যাশ দেখা দিচ্ছে। সঙ্গে গলা ব্যাথা, মাথা ব্যাথার সমস্যাও থাকছে।
মারাত্মক আকার ধারণ করলে- শ্বাস কষ্ট এখনও বর্তমান। পাশাপাশি বুকে অসহ্য যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে। কথা হালকা জড়িয়ে যেতেও দেখা যাচ্ছে।
তাই উপসর্গ বা লক্ষণগুলি নজরে এলেই নিজেকে কোয়ারেন্টাইন করুন ও দ্রুত টেস্ট করিয়ে ফেলুন।