করোনা মহামারির মধ্যেই অজানা রোগে কাঁপছে অন্ধ্র, এখনও পর্যন্ত আক্রান্ত ২৯০
First Published Dec 7, 2020, 12:49 PM IST
করোনাভাইরাসের মহামারির মধ্যে অজানা রোগের প্রাদুর্ভাব অন্ধ্রপ্রদেশের। ইতিমধ্যেই ২৯০জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। একজনের মৃত্যু হয়েছে। হাসপাতাল পরিদর্শন করেন অন্ধ্রর স্বাস্থ্য মন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী।

করোনা ভাইরাসের মহামারির মধ্যেই নতুন করে আতঙ্ক বাড়ল এক নাম না জানা রোগ। অজানা রোগ ক্রমশই ছড়িয়ে পড়েছে গোদাবরী জেলার এলুরে বিস্তীর্ণ এলাকায়। রবিবার রাত থেকেই এই রোগের প্রকোপ বাড়তে শুরু করেছে। ইতিমধ্য়েই অজানা রোগে আক্রান্ত হয়ে ২৯০ জন স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে।

অজানা রোগের কবলে প্রাণ গেছে এক মাঝবয়সী মহিলার। এলুর নর্থ স্ট্রিট, অরুন্ধতিপেট, অশোকনগরের মত এলাকাগুলিতে এই রোগের প্রকোপ বাড়ছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন