করোনা মহামারির মধ্যেই অজানা রোগে কাঁপছে অন্ধ্র, এখনও পর্যন্ত আক্রান্ত ২৯০
- FB
- TW
- Linkdin
করোনা ভাইরাসের মহামারির মধ্যেই নতুন করে আতঙ্ক বাড়ল এক নাম না জানা রোগ। অজানা রোগ ক্রমশই ছড়িয়ে পড়েছে গোদাবরী জেলার এলুরে বিস্তীর্ণ এলাকায়। রবিবার রাত থেকেই এই রোগের প্রকোপ বাড়তে শুরু করেছে। ইতিমধ্য়েই অজানা রোগে আক্রান্ত হয়ে ২৯০ জন স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে।
অজানা রোগের কবলে প্রাণ গেছে এক মাঝবয়সী মহিলার। এলুর নর্থ স্ট্রিট, অরুন্ধতিপেট, অশোকনগরের মত এলাকাগুলিতে এই রোগের প্রকোপ বাড়ছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।
অজানা রোগের মূল উপসর্গ হল, মাথাব্যাথা, বমি বমি ভাব। এই দুটি উপসর্গ ক্রমশই বাড়তে থাকে আক্রান্তদের মধ্যে। তারপর একসময় মৃগী রোগীর মত খিচুনি শুরু হয়। এভাবেই রাতে একের পর এক রোগী আসতে থাকে হাসপাতালে।
অজানা রোগের মূল উপসর্গ হল, মাথাব্যাথা, বমি বমি ভাব। এই দুটি উপসর্গ ক্রমশই বাড়তে থাকে আক্রান্তদের মধ্যে। তারপর একসময় মৃগী রোগীর মত খিচুনি শুরু হয়। এভাবেই রাতে একের পর এক রোগী আসতে থাকে হাসপাতালে।
চিকিৎসক ও স্থানীয় স্বাস্থ্য কর্মীদের মত জল থেকেই এই রোগ দেখা দিয়েছে। জলের বিষক্রিয়ার কারণেই বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন বলেও দাবি করেছেন তাঁরা।
এলুরের নর্থ স্ট্রিট-সহ বেশ কয়েকটি এলাকা থেকে জলের নমুনা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি তা পরীক্ষার জন্য পাঠান হয়েছে। আক্রান্ত রোগীদের বাড়ি থেকেই পাণীয় জলের নমুনা সংগ্রহ করা হয়েছে।
অন্ধ্র প্রদেশের উপমুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী আল্লা কালীকৃষ্ণ শ্রীবাস হাসপাত পরিদর্শন করেন। অসুস্থদের সঙ্গে কথাও বলেন তিনি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেও জানিয়েছেন তিনি। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্তরী জগনমোহন রেড্ডি।