- Home
- India News
- ফিরল গ্রাহকদের স্বস্তি, প্লে স্টোরে প্রত্যাবর্তন পেটিএম-এর, গুগলকে নিশানা পেমেন্ট অ্যাপ কর্তার
ফিরল গ্রাহকদের স্বস্তি, প্লে স্টোরে প্রত্যাবর্তন পেটিএম-এর, গুগলকে নিশানা পেমেন্ট অ্যাপ কর্তার
- FB
- TW
- Linkdin
শুক্রবার সকাল থেকে বিকাল অবধি প্রচুর জল্পনা, গুঞ্জন চলে পেটিএমকে নিয়ে। জানা যায় জুয়া সংক্রান্ত গুগলের নীতি লঙ্ঘিত হওয়ায় প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছিল পেটিএম-কে। এর জেরে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
সম্প্রতি ‘পেটিএম ক্রিকেট লিগ’ লঞ্চ করেছিল এই পেমেন্ট অ্যাপটি। তাতেই গুগলের নীতি লঙ্ঘিত হওয়ার অভিযোগে প্লে স্টোর থেকে অ্যাপটি সরিয়ে দেওয়া হয়। ফলে নতুন করে পেটিএম ডাউনলোড বা আপডেটের সুযোগ ছিল না।
ফলে দ্রুত উদ্বেগ ছড়িয়ে পড়েছিল পেটিএম ব্যবহারকারীদের মধ্যে। যদিও পেটিএম আশ্বাস দিয়েছিল তারা খুব জলদিই ফিরবে প্লে স্টোরে। নিজেদের প্রতিশ্রুতি পূর্ণ করে সন্ধ্যা সাতটার একটু পরেই পেটিএম ট্যুইট করে জানায় যে আবার প্লে স্টোরে ফিরে এসেছে অ্যাপটি।
সম্প্রতি নিজেদের অ্যাপে ফ্যান্টাসি ক্রিকেট টুর্নামেন্টের নতুন একটি এডিশন যুক্ত করে পিটএম। আর এই আপডেট ঘিরেই যত বিপত্তি। গুগলের প্লে'র নিজস্ব নীতিতে এই ধরনের গেম আটকে যায়। শুধু তাই নয়, পেটিএমের বিরুদ্ধে বেটিংয়ের আসর পাতার অভিযোগও ওঠে। যে কারণে গুগুল প্লে-তে ব্যান করা হয় পেটিএম অ্যাপটিকে।
পেটিএম ফিরলেও অবশ্য প্লে স্টোরে পেটিএম ফার্স্ট গেমস ফিরে আসেনি। যদিও পেটিএমের তরফে জানানো হয়েছিল , ওই ক্রিকেট লিগ ক্রিকেটের প্রতি প্যাশনওয়ালা মানুষদের জন্য। পেটিএম ক্রিকেট লিগে ইউজাররা প্রতি বারের লেনদেনে প্লেয়ারদের স্টিকার পাবেন। সেগুলি সংগ্রহ করে এক সময় মিলবে ক্যাশ ব্যাক।
গুগলের তরফে শুক্রবার জানানো হয়, গুগলের জুয়া সংক্রান্ত নীতি লঙ্ঘিত হওয়ায় পেটিএম-কে প্লে স্টোর থেকে সরানো হচ্ছে। তার পরেই পেটিএমের তরফে ফের গুগলের সঙ্গে যোগাযোগ করা হয়। সেই সঙ্গে পেটিএম দাবি করে, প্লে স্টোর থেকে সরে গেলেও ইউজারদের অ্যাকাউন্টের ব্যালেন্স বা অ্যাকাউন্টের তথ্য একশো শতাংশ সুরক্ষিত। পরে পেটিএম গুগলের নীতি মেনে তারা ক্যাশ ব্যাকের বিষয়টি সরিয়ে নেওয়ার কথা জানায়।
গুগলের যুক্তি মানতে অবশ্য নারাজ পেটিএম কর্তৃপক্ষ। একইসঙ্গে জুয়া চালানো সংক্রান্ত অভিযোগও সরাসরি অস্বীকার করেছে তারা। সংস্থার প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মার সাফ কথা, স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ক্যাশ ব্যাকের অফারকে কোনও ভাবে জুয়া বলা যায় না।
পেটিএম কর্ণধার বিজয় শেখর ট্যুইটারে সকলকে ধন্যবাদ দিয়ে প্রশ্ন করেন যে ভারত ঠিক করুক, ক্যাশব্যাক দেওয়া মানে কি জুয়া খেলা। ফলে বোঝাই যাচ্ছে পেটিএম ফার্স্ট গেমস নিয়ে বিতর্ক খুব সহজে মিটবে বলে মনে হচ্ছে না।