হটনেসে টেক্কা দেন নায়িকাদেরও, চিনে নিন ভারতীয় নেতাদের এই সুন্দরী বউদের
- FB
- TW
- Linkdin
ডিম্পল যাদব : রাজনীতির ময়দানে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব কিন্তু বেশ পরিচিত। লোকসভার প্রাক্তন সাংসদও তিনি। কনৌজ লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন ডিম্পল। ১৯৯৯ সালের ২৪ নভেম্বর ডিম্পলের সঙ্গে বিয়ে হয় অখিলেশের। তাঁর রূপের গুণমুগ্ধ অসংখ্য ভক্ত।
প্রিয়দর্শিনী সিন্ধিয়া : জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ঘরণী প্রিয়দর্শিনী। তাঁর রূপের ছটায় চোখ ধাঁধিয়েছে অনেকেরই। তাঁদের বিয়ের ছবিতে নজর কেড়েছেন প্রিয়দর্শিনী। বর্তমানে তাদের দুই সন্তান রয়েছে।
পুনম সিনহা : বিহারি বাবুর শত্রুঘ্ন সিনহার ‘আন্দাজ’ই আলাদা। ১৯৬৮ সালে মিস ইয়ং ইন্ডিয়া হয়েছিলেন পুনম সিনহা। তাঁর সৌন্দর্যও নজরকাড়া। শত্রুঘ্ন এবং পুনমের মেয়ে বর্তমান অভিনেত্রী সোনাক্ষী সিনহা।
রেনু শর্মা : দু’টি ভিন্ন সম্প্রদায়ের পরিবার কখনওই শাহনাওয়াজ হুসেন এবং রেনু শর্মার সম্পর্ক প্রথমে মেনে নিতে পারেনি। প্রায় ৯ বছর সম্পর্ক থাকার পর রেনুকে বিয়ে করেন শাহনাওয়াজ। অসম্ভব স্নিগ্ধ সৌন্দর্যের অধিকারীনি রেনু শর্মা।
অমৃতা রাই : অনেক সমালোচনার পর অমৃতা রাই-কে বিয়ে করেন দিগ্বিজয় সিং। অমৃতা রাই দেখতে খুবই সুন্দর এবং তিনি তাঁর দ্বিতীয় স্বামী দিগ্বিজয় সিংয়ের চেয়ে ২৪ বছরের ছোট।
চারু সিং : আরজেডি নেতা জয়ন্ত চৌধুরীর সঙ্গে বিয়ে হয় চারু সিংয়ের। তাঁর সৌন্দর্য একসময় চর্চার বিষয় ছিল। বর্তমানে তাঁদের ২টি সন্তান রয়েছে।
সারা আবদুল্লাহ পাইলট : সারা আবদুল্লাহ পাইলট হলেন কংগ্রেস রাজনীতিবিদ সচিন পাইলটের স্ত্রী। সারা আবদুল্লাহ পাইলটকে দেখতে খুবই সুন্দর। তিনি ২০০৪ সালে দিল্লিতে সচিন পাইলটকে বিয়ে করেছিলেন। অনেকেই হয়ত জানেন না যে সারা আবদুল্লাহ পাইলট এবং শচীন পাইলটের প্রেমজ বিবাহ। সারা আবদুল্লা পাইলট আসলে ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লার কন্যা।
হরসিমরত কৌর বাদল : হরসিমরত কৌর বাদল পঞ্জাবের উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের স্ত্রী। তারা ১৯৯৯ সালে বিয়ে করেছিলেন। হরসিমরত কৌর বাদল খুবই সুন্দর দেখতে। হরসিমরত কৌর বাদল ভাটিন্ডা লোকসভা কেন্দ্রের লোকসভার সাংসদ।