- Home
- World News
- International News
- পাঁচ দশকের সবথেকে তীব্র তুষারঝড়ে বেহাল স্পেন, দেড়ফুট বরফের নিচে মাদ্রিদ, দেখুন ছবিতে ছবিতে
পাঁচ দশকের সবথেকে তীব্র তুষারঝড়ে বেহাল স্পেন, দেড়ফুট বরফের নিচে মাদ্রিদ, দেখুন ছবিতে ছবিতে
গত ৫০ বছরে এই দৃশ্য দেখেনি স্পেন। ২০২১-এর শুরুতেই তুষার ঝড় 'ফিলোমেনা'র দাপটে কাত এই ইউরোপীয় দেশ। সোশ্যাল মিডিয়ায় ভরে গিয়েছে স্পেন জুড়ে ভারী তুষারপাতের বিভিন্ন ছবিতে। একদিকে যেমন দীর্ঘদিন বাদে এই তুষারপাত উপভোগ করছে মানুষ আবার সেইসঙ্গেই এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ধাক্কা খেয়েছে সেই দেশের কোভিড মোকাবিলা।
115

গত সপ্তাহান্তে স্পেনে আছড়ে পড়ে তুষার ঝড় ফিলোমিনা।
215
যার জেরে গত কয়েকদিন ধরে সমানে ভারী তুষারপাত হয়েছে সমগ্র স্পেনেই।
315
তাপমাত্রা নেমে গিয়েছে মাইনাস আট ডিগ্রি সেলসিয়াসেরও নিচে।
415
সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজধানী মাদ্রিদ শহর।
515
গোটা শহর এবং আশপাশের বিস্তীর্ণ এলাকা দেড়ফুট বরফের চাদরের নিচে চাপা পড়েছে।
615
কয়েকজন অ্যাডভেঞ্চার স্পোর্টস প্রেমীকে মাদ্রিদের রাজপথে স্কি করতেও দেখা গিয়েছে।
715
তবে শুধু মাদ্রিদই নয়, গোটা স্পেনই এখন তুষারপাতের ফলে সাদা। গাছপালাও সবুজ রঙ হারিয়ে একেবারে সাদা হয়ে গিয়েছে।
815
স্পেনীয় জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, ফিলোমিনার প্রভাবে গোটা আইবেরিয়ান উপদ্বীপ জুড়ে যে শৈত্য প্রবাহ বয়ে গিয়েছে, তার ফলে কোথাও কোথাও ২০ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। যা ১৯৭১ সালের পর স্পেনে আর দেখা যায়নি।
915
তবে এই ঝড়ের ফলে বিপদেও পড়েছেন বহু মানুষ। বিবিসি জানিয়েছে, এই তুষার ঝড়ে কমপক্ষে চার জনের মৃত্যু হয়েছে।
1015
পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় মাদ্রিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়েছেন হাজার হাজার যাত্রী।
1115
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, তুষারাবৃত রাজপথে আটকে থাকা বিভিন্ন যানবাহন থেকে অন্তত ২,৫০০ জনকে উদ্ধার করা হয়েছে।
1215
ধাক্কা খেয়েছে স্পেনের কোভিড মোকাবিলাও। সেই দেশে এখন আবার মহামারির প্রকোপ বাড়ছে। তারমধ্য়েই যত দ্রুত সম্ভব টিকাকরণ অভিযান সম্পূর্ণ করতে চাইছে স্পেনীয় সরকার।
1315
তুষারপাতের ফলে বিভিন্ন কেন্দ্রে টিকা পৌঁছে দেওয়ার কাজ থমকে গিয়েছে। বহু জায়গায় রাস্তাতেই আটকে রয়েছে ভ্য়াকসিন বাহী ট্রাক।
1415
স্পেনের পরিবহণমন্ত্রী জানিয়েছেন, স্বাস্থ্য পরিষেবা, ভ্যাকসিন এবং খাবার সরবরাহের মতো প্রয়োজনীয় পণ্য সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করতে সরকার দ্রুত বিভিন্ন করিডোরগুলি তুষারমুক্ত করার কাজ করছে।
1515
তুষারে ঢাকা দেশের ৭০০টি বড় রাস্তা পরিষ্কার করতে সেনা মোতায়েন করা হয়েছে।
Latest Videos