- Home
- Sports
- Cricket
- রাজস্থান ম্যাচে ধোনির সামনে তিনটি রেকর্ডের হাতছানি, ধোনি ধামাক দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব
রাজস্থান ম্যাচে ধোনির সামনে তিনটি রেকর্ডের হাতছানি, ধোনি ধামাক দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব
- FB
- TW
- Linkdin
আইপিএলের উদ্বোধনী ম্যাচেও মাঠে নেমেই রেকর্ড গড়েছেন ধোনি। আইপিএলের প্রথম অধিনায়ক হিসেবে ১০০টি ম্যাচ জয়ের অনন্য রেকর্ড গড়েছে এমএসডি। একইসঙ্গে ১০০টি ক্যাচ ধরার রেকর্ডও করেছেন মাহি। তবে আজ রাজস্থান রয়্যালেসর বিরুদ্ধে একধিক রেকর্ডের হাতছানি রয়েছে ধোনির সামনে।
.
সর্বাধিক ক্যাচঃ
গত ম্যাচেই ১০০টি ক্যাচ ধরে রেকর্ড গড়েছেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এদিন রাজস্থানের বিরুদ্ধে আর মাত্র তিনটে ক্যাচ ধরলেই সুরেশ রায়নার ১০২টি ক্যাচের রেকর্ডকে ছাপিয়ে যাবেন মাহি। এই তালিকায় সবার উপরে রয়েছেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক।
উইকেট রক্ষক হিসেবে ১০০টি ক্যাচঃ
আইপিএলে ধোনি উইকেটকিপার হিসেবে এখনো পর্যন্ত ৯৬টি ক্যাচ ধেরছেন। আর আজ চারটে ক্যাচ নিতে পারলেই উইকেটকিপার হিসেবে ক্যাচের সেঞ্চুরি করবেন এমএসডি। তবে এক্ষেত্রেও উইকেটকিপার হিসেবে সর্বাধিক ক্যাচ নিয়েছেন কেকেআরের অধিনায়ক দীনেশ কার্তিক। ডিকের ক্যাচের সংখ্যা ১০১টি।
আইপিএলে ৩০০টি ছক্কাঃ
২০০৮ আইপিএল এর শুরু থেকে এখনো পর্যন্ত ১২টি মরসুমে ১৯১টি ম্যাচে মহেন্দ্র সিং ধোনি হাঁকিয়েছেন ২৯৫টি ছক্কা। আর আজকের ম্যাচে পাঁচটি ছক্কা হাঁকাতে পারলেই ৩০০ ক্লাবে ঢুকে পড়বেন সিএসকে অধিনায়ক। ভারতীয়দের মধ্যে ৩০০টি ছক্কা হাঁকানোর নজির রয়েছে রোহিত শর্মা ও সুরেশ রায়নার। রোহিচের ছয় ৩৬১টি ও রা.নার ছয় ৩১১টি।