আইপিএলের আগেই সেরা একাদশ বাছলেন ডিভিলিয়ার্স, অধিনায়ক বাছাইয়ে দিলেন চমক
- FB
- TW
- Linkdin
বীরেন্দ্র সেওয়াগ-
আইপিএলে নিজের কেরিয়ার দিল্লি থেকে শুরু করেছিলেন এবিডি। সেই দিল্লির ও প্রাক্তন ভারতীয় দলের ওপেনার বীরেন্দ্র সেওয়াগকে নিজের দলের ওপেনিংয়ে রেখেছেন ডিভিলিয়ার্স। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্যই এই সিদ্ধান্ত।
রোহিত শর্মা-
দলের দ্বিতীয় ওপেনার হিসেবে এবিডি পছন্দ করেছেন বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ওপেনার ও মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মাকে।
বিরাট কোহলি-
তিন নম্বরে বিরাট কোহলি ছাড়া অন্য কোনও নাম ভাবাই যায় না বলে জানিয়েছেন প্রোটিয়া তারকা। তবে আইপিএলে আরসিবির অধিনায়ককে নিজের পছন্দের দলের অধিনায়ক বাছেননি ডিভিলিয়ার্স।
এবি ডিভিলিয়ার্স-
চারে নিজেকেই রেখেছেন এবি ডিভিলিয়ার্স। যদিও কেন উইলিয়ামসন বা স্টিভ স্মিথকে দলে বিকল্প হিসেবে রেখেছেন প্রোটিয়া তারকা।
বেন স্টোকস-
৫ নম্বরে অল রাউন্ডারের জায়গায় এই মুহূর্তে বিশ্বের সেরা অলরাউন্ডার বেন স্টোকসকেই পছন্দ করেছেন এবিডি। স্টোকসকে নিতেই হত বলে মত প্রোটিয়া তারকার।
এমএস ধোনি-
দলে উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে প্রাক্তন বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক ও বর্তমান সিএসকে অধিনায়ক ধোনিকেই পছন্দ এবিডির। দলে রোহিত, কোহলি থাকলেও অধিনায়কত্বের দায়িত্ব ধোনিকেই দিয়েছেন ডিভিলিয়ার্স।
রবীন্দ্র জাদেজা-
ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকেও দলে রেখেছেন ডি’ভিলিয়ার্স। আইপিএল-এ চেন্নাইয়ের অন্যতম ভরসা তিনি। ভারতীয় দলেও ৩ ধরনের ক্রিকেটেই দাপটের সঙ্গে খেলছেন জাডেজা। স্পিন বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও সিদ্ধহস্ত তিনি।
রশিদ খান-
দলের স্পিন অ্যাটাকের দায়িত্ব সামলানোর জন্য আফগান তারকা ও টি২০ ক্রিকেটের সেরা স্পিনার রশিদ খানকেই দলে নিয়েছেন এবি ডিভিলিয়ার্স।
যশপ্রীত বুমরা-
ভারতীয় দলের অন্যতম সেরা পেসারকে দলে রেখেছেন ডি’ভিলিয়ার্স। মুম্বই ইন্ডিয়ান্স দলের এই সম্পদকে হাতছাড়া করতে চাইবেন না কেউই। ডেথ বোলার হিসেবে তাঁর খ্যাতি বিশ্বজোড়া।
কাগিসো রাবাডা-
নিজের দলে স্বদেশীয় ক্রিকেটার বলতে একমাত্র পেস বোলার কাগীসো রাবাডাকেই রেখেছেন এবিডি। নতুন বল থেকে ডেথ ওভার সবকিছুতেই পারদর্শী এই প্রোটিয়া তারকা।
ভুবনেশ্বর কুমার-
নতুন বলে সুইংয়ে ব্যাটসম্যানকে নাজেহাল করা থেকে শেষের দিকে বোলিংয়ে নানা মিশ্রণে তার জুরি মেলা ভার। তাই ভুবনেশ্বর কুমারকে নিজের দলের পেস অ্যাটাকের দায়িত্ব দিয়েছেন এবিডি।