আইপিএলের ইতিহাসে এরাই সবথেকে 'কিপটে' বোলার, দেখে নিন সেরা ১০-এর তালিকা
৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২১। অপেক্ষায় গোটা দেশবাসী। কথায় বলে আইপিএল ব্যাটসম্যানদের স্বর্গরাজ্য। চার-ছয়ের ফুলঝুরি দেখার অপেক্ষায় প্রতি বছর বসে থাকেন বিশ্ব জুড়ে ক্রিকেটাররা। প্রতি ওভারেই ব্যাটসম্যানদের বিধ্বংসী রূপ দেখতে চায় সকলেই। কিন্তু আইপিএলেও এমন কিছু বোলার রয়েছেন যারা রান দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট কৃপন। উইকেট তো নেন তার পাশাপাশি প্রতি ওভার পিছু রান যথেষ্ট কম। আইপিএলের নতুন মরসুম শুরুর আগে দেখে নেওয়া যাক আইপিএলের ইতিহাসে বেস্ট ইকোনমি রেট অর্থাৎ 'সেরা কৃপণ' বোলারদের তালিকা।

১.নাম- রশিদ খান
ম্যাচ- ৬২
ওভার- ২৪৬
উইকেট- ৭৫
ইকোনমি রেট- ৬.২৪
২.নাম- অনিল কুম্বলে
ম্যাচ- ৪২
ওভার- ১৬১
উইকেট- ৪৫
ইকোনমি রেট- ৬.৫৭
৩.নাম- গ্লেন ম্যাকগ্রাথ
ম্যাচ- ১৪
ওভার- ৫৪
উইকেট- ১২
ইকোনমি রেট- ৬.৬১
৪.নাম- মুথাইয়া মূরলীধরন
ম্যাচ- ৬৬
ওভার- ২৫৪
উইকেট- ৬৩
ইকোনমি রেট- ৬.৬৭
৫.নাম- ভ্যান ডার মারউই
ম্যাচ- ২১
ওভার- ৭৩
উইকেট- ২১
ইকোনমি রেট- ৭৪
৬.নাম- সুনীল নারিন
ম্যাচ- ১২০
ওভার- ৪৬৪
উইকেট- ১২৭
ইকোনমি রেট- ৬.৭৭
৭.নাম- ড্যানিয়েল ভেত্তোরি
ম্যাচ- ৩৪
ওভার- ১২৯
উইকেট- ২৮
ইকোনমি রেট- ৬.৭৮
৮. নাম- ওয়াশিংটন সুন্দর
ম্যাচ- ৩৬
ওভার- ১০৯
উইকেট- ২৪
ইকোনমি রেট- ৬.৮৭
৯.নাম- রবিচন্দ্রন অশ্বিন
ম্যাচ- ১৫৪
ওভার- ৫৩৮
উইকেট- ১৩৮
ইকোনমি রেট- ৬.৮৭
১০.নাম- ডেল স্টেইন
ম্যাচ- ৯৫
ওভার- ৩৬২
উইকেট- ৯৭
ইকোনমি রেট- ৬.৯১