বিরাট কোহলির দলে অব্য়াহত করোনা ভাইরাসের থাবা, চিন্তায় আরসিবি শিবির
- FB
- TW
- Linkdin
আইপিএল শুরুর আগেই প্রতিযোগিতায় নিজের থাবা ক্রমশ চওড়া করছে করোনা ভাইরাস। আইপিএলেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।
প্লেয়ার, মাঠ কর্মী থেকে ফ্র্যাঞ্চাইজির বিভিন্ন বিভাগের কর্মীরা করোনার থাবা থেকে বাদ যাচ্ছে না কেউ। লাগাতার করোনার থাবায় আইপিএল শুরুর আগে চিন্তায় বিসিসিআই।
এবার বিরাট কোহলির দল আরসিবিতে ফের থাবা বসাল করোনা ভাইরাস। করোনা আক্রান্ত হলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অজি অলরাউন্ডার ড্যানিয়েল সামস।
এর আগে আরসিবির তরুণ তারকা ক্রিকেটার দেবদূত পাড়িকলের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। তিনিও আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।এবার আক্রান্ত হলেন ড্যানিয়েল সামস।
৯ তারিখ আইপিএলের প্রথম দিনই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামছে আরসিবি। তার আগে যেভাবে দলের একের পর এক ক্রিকেটার করোনা আক্রান্ত হচ্ছে , তাতে চিন্তা বাড়ছে বিরাট কোহলি সহ আরসিবি টিম ম্যানেজমেন্টের।