২০২১ আইপিএলে কেমন হতে পারে কেকেআরের সেরা একাদশ, জেনে নিন আপনিও
- FB
- TW
- Linkdin
শুভমান গিল-
এবার আইপিএলে কেকেআরের ওপেনিংয়ের দায়িত্ব সামলাবেন শুভমান গিল। গতবার আইপিএলে গিলের ব্যাট থেকে এসেছিল ৪৪০ রান। এবারও নাইটদদের ভরসা তরুণ তারকা।
রাহুল ত্রিপাঠী-
গতবার রাহুল ত্রিপাঠি বেশকিছু ম্য়াচ সুযোগ পেয়েছিলেন। নজরও কেড়েছিলেন বালো পারফর্ম করে। ২৩০ রান আসে তারর ব্যাট থেকে। এবার প্রথম থেকেই পাকাপাকিভাবে শুভমান গিলের সঙ্গী হতে পারেন রাহুল ত্রিপাঠী।
নীতিশ রানা-
২০২০ সালের আইপিএলে কেকেআরের হয়ে ১৪ ম্যাচ খেলে ৩৫২ রান করেছিলেন নীতীশ রানা। দলের মিডল অর্ডারের প্রধান স্তম্ভ হয়ে উঠেছিলেন রানা। তাঁকে এবারও কলকাতার হয়ে তিন নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে।
দীনেশ কার্তিক-
চার নম্বরে ব্যাট হাতে নামতে পারেন দলের প্রাক্তন অধিনায়ক তথা উইকেটরক্ষক দীনেশ কার্তিক। গতবার আইপিএলে সেইভাবে নিজের ফর্মে ছিলেন না ডিকে,এবার নিজের সেরাটা দেওয়ার জন্য় মুখিয়ে রয়েছেন তিনি।
ইয়ন মর্গ্যান-
এরপর থাকবেন কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান। পূর্ণ সময়ের জন্য দায়িত্ব নিয়ে দলকে চ্যাম্পিয়ন করাই লক্ষ্য ইংল্যান্ড তারকার। একইসঙ্গে ব্যাটেএ ঝড় তুলতে মুখিয়ে রয়েছেন কেকেআর অধিনায়ক।
আন্দ্রে রাসেল-
২০১৯ আইপিএলে স্বপ্নের ফর্মে ছিলেন আন্দ্রে রাসেল। ৫০০ -র বেশি রান করেছিলেন প্রতিযোগিতায়। যদিও ২০২০-র আইপিএল খুব একটা ভালো যায়নি ক্যারেবিয়ান তারকার। এবার 'রাসেলের মাসেল পাওয়ার' দেখার অপেক্ষায় কেকেআর ভক্তরা।
প্যাট কামিন্স-
গত বারের মতো ২০২১ মরসুমেও কেকেআরের বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন প্যাট কামিন্স। গত বার ১৪ ম্যাচে নিয়েছিলেন ১২টি উইকেট। এবার নিজের আগুবনে বোলিংয়ে দলকে সাফল্য এনে দিতে চান অজি স্পিড স্টার।
হরভজন সিং/ কুলদীপ যাদব-
এবার কেকেআর শিবিরে যোগ দিয়েছেন ভারতীয় তারকা স্পিনার হরভজন সিং। ২ কোটি টাকায় তাকে দলে নিয়েছে নাইটরা। নিজের সেরাটা দিয়ে বয়স যে শুধু একটা সংখ্যা তা প্রমাণ করার জন্য মুখিয়ে রয়েছেন ভাজ্জি। পাশাপাশি এই জায়গায় সুযোগ পেতে পারেন চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। কয়েক মরসুম ফর্মে না থাকায় এবার কুলদীপ রিলিজ করার বিষয় শোনা গিয়েছিল। যদিও শেষ পর্যন্ত তাকে দলে রেখে দেয় কেকেআর। ভাজ্জি ও কুলদীপরে মধ্যে যে ফর্মে থাকবে তারই দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি।
প্রসিদ্ধ কৃষ্ণ-
জাতীয় দলের হয়ে দুরন্ত শুরু করেছেন প্রসিদ্ধ কৃষ্ণা। কেকেআরের জন্য তার এই সাফল্য সেই কথাও জানিয়েছেন। এবারও কেকেআরের পেস অ্যাটাকের অন্যতম সসেরা হাতিয়ার হয়ে ওঠার বিষয়ে আত্মবিশ্বাসী প্রসিদ্ধ কৃষ্ণা।
শিবম মাভি-
গতবার আইপিএলে কেকেআরের হয়ে নজর কেড়েছিলেন শিবম মাভি। ৮ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন তিনি। এবারও নাইটদের প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল মাভির। নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন তিনি।