এবার প্রচন্ড শক্তিশালী ধোনির দল, দেখে নিন সিএসকের সম্ভাব্য সেরা একাদশ
- FB
- TW
- Linkdin
রুতুরাজ গায়কোয়াড়-
চেন্নাই সুপার কিংসের ওপেনে প্রথম পছন্দ হল রুতুরাজ গায়কোয়াড়। গতবার আইপিএলে শেষ কিছু ম্য়াচে অনবদ্য পারফরমেন্স করেছিলেন তিনি। এবারও নিজের সেই ফর্ম ধরে রাখতে মরিয়া সিএসকের তরুণ তারকা।
ফাফ ডুপ্লেসি-
ওপেনিংয়ে অপর পছন্দ নিঃসন্দেহে প্রোটিয়া তারকা ব্যাটসম্যান ফাফ ডুপ্লেসি।গতবার আইপিএলে স্বপ্নের ফর্মে ছিলেন ফাফ। গতবারও আইপিএলে ১৩ ম্য়াচে ৪৪৯ রান করেছিলেন তিনি। এবারও সিএসকের ভরসা তিনি।
সুরেশ রায়না-
সিএসকে মিডল অর্ডারকে নির্ভরতা দিতে চলে এসেছে সিএসকের 'চিন্না থালা' সুরেশ রায়না। চেন্নাইয়ের হয়ে বহু যুদ্ধ জয়ের সাক্ষী তিনি। গতবার না খেললেও, এবার নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন রায়না।
অম্বাতি রায়ডু-
সিএসকের মিডল অর্ডারের অপর স্তম্ভের নাম অম্বাতি রায়ডু। গতবার চোট সমস্যা, ফর্ম ওঠা-নামা সহ নানা সমস্যায় ভুগেছেন রায়ডু। এবার আরও একবার নিজের জাত চেনাতে মরিয়া অম্বাতি রায়ডু।
এমএস ধোনি-
গতবার আইপিএল শুধু অধিনায়ক হিসেবেই নয়, ব্যাটসম্যান হিসেবেও আইপিএলটা ভালো যায়নি এমএস ধোনির। এবার দোনির শেষ আইপিএল কিনা সেবিষয়ে কিছু জানা না গেলেও, নিজেকে আরও একবার প্রমাণ করার জন্য মুখিয়ে রয়েছেন মাহি।
মঈন আলি-
অনেক ভরসা করে এবার ইংল্যান্ড তারকা মঈন আলিকে দলে নিয়েছে সিএসকে। দলের লোয়ার অর্ডারে ব্যাটিংয়ের দায়িত্ব সামালানোর পাশাপাশি বোলিং করতে সক্ষম মঈন আলি। নিজের অলরাউন্ড দক্ষতা দেখানোর জন্য মুখিয়ে রয়েছেন ব্রিটিশ তারকা।
স্যাম কুরান-
গতবার আইপিএসে ১৪ ম্য়াচে ১৮৬ রান করার পাশাপাশি বল হাতে ১৩টি উইকেট নিয়েছেন স্যাম কুরান। নতুন বলে বোলিং ও প্রয়োজনে ওপেনিংয়ে ঝোড়ো ইনিংস খেলতেও সক্ষম তিনি। সিএসকের অন্যতম ভরসা এবার স্যাম কুরান।
রবীন্দ্র জাদেজা-
সিএসকে দলের স্পিন বিভাগের অন্যতম সেরা অস্ত্র রবীন্দ্র জাদেজা। ৪ ওভার বল করার পাশাপাশি ব্যাট হাতেও ঝোড়ো ইনিংস খেলতে সক্ষম জাড্ডু। নিজের সেরাটা দিয়ে দলকে আরও একবার চ্যাম্পিয়ন করাই লক্ষ্য স্যার জাডেজার।
কৃষ্ণাপ্পা গৌতম-
দলের স্পিন বিভাগ ও ব্য়াটিং বিভাগের শক্তি বাড়াতে সিএসকে এবার নিয়েছে কৃষ্ণাপ্পা গৌতমকে। ৯ কোটি টাকা দিয়ে তাকে দলে নিয়েছে চেন্নাই। নিজেকে প্রমাণ করতে মরিয়া তরুণ অলরাউন্ডার।
লুঙ্গি এনগিডি-
সিএসকের পেস অ্যাটাককে গতবারও ভরসা দিয়েছিলেন প্রোটিয়া তারকা পেসার লুঙ্গি এনগিডি। তার আগুনে বোলিং এবার বিপক্ষকে নাস্তানাবুদ করবে বলে আশাবাদী সিএসকে টিম ম্য়ানেজমেন্ট। আত্মবিশ্বাসী প্রোটিয়া পেসারও।
দীপক চাহার-
নতুন বলে দুই দিকে বল সুইং করাতে সিদ্ধ হস্তক দীপক চাহার। ২০১৮ সাল থেকে দলকে নির্ভরতা দিয়েছে দীপক চাহার। এবারও নিজের সেরাটা দিয়ে দলকে সাফল্য এনে দিতে মরিয়া ডান হাতি মিডিয়াম পেসার।