- Home
- Sports
- Cricket
- সিএসকে বনাম সানরাইজার্স ম্যাচে কোন তারকা প্লেয়ার হতে পারেন গেম চেঞ্জার, জেনে নিন এক নজরে
সিএসকে বনাম সানরাইজার্স ম্যাচে কোন তারকা প্লেয়ার হতে পারেন গেম চেঞ্জার, জেনে নিন এক নজরে
- FB
- TW
- Linkdin
জনি বেয়ারস্টো-
সানরাইজার্সের ওপেনিংয়ে ভরসা জনি বেয়ারস্টো। আইপিএলে দু-একটি ম্যাচ ছাড়া প্রতিটি ম্যাচেই রানের মধ্যে রয়েছেন তিনি। আজও সিএসকের বিরুদ্ধে জনি বেয়ারস্টোর রানে বড় রান দেখার অপেক্ষায় রয়েছেন সমর্থকরা।
ডেভিড ওয়ার্নার-
পুরোনো বিধ্বংসী মেজাজে পাওয়া না গেলেও, রানের মধ্যে রয়েছেন সানরাইজার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তবে পুরোপুরি ছন্দে এখনও ফেরেননি তিনি। ধোনির দলের বিরুদ্ধে নিজের সেরাটা দিতে চাইছেন ডেভিড ওয়ার্নার।
মণীশ পাণ্ডে-
বেশ কিছু ম্যাচে ভাল ব্যাট করলেও, নিজেরে সের ফর্মে নেই সানরাইজার্সের মিডল অর্ডারের অন্যতম ভরসা মণীশ পাণ্ডে। সিএসকের বিরুদ্ধে বড় রান করে দলকে জয় এনে দিতে চাইছেন মনীশ পাণ্ডে।
কেন উইলিয়ামসন-
কিউই অধিনায়ক সানরাইজার্স দলে আসার পর থেকেই মিডল অর্ডারে অনেক শক্তিশালী হয়ে উঠেছে ডেভিড ওয়ার্নারের দল। দুরন্ত ফর্মেও রয়েছে কেন উইলিয়ামসন। আজ সিএসকের বিরুদ্ধে তার ব্যাটে বড় রানের অপেক্ষায় সানরাইজার্স সমর্থকরা।
রাশিদ খান-
সানরাইজার্স বোলিং অ্যাটাকের সেরা অস্ত্র আফগান তারকা স্পিনার রাশিদ খান। আইপিএলে দুরন্ত বোলিংও করছেন তিনি। রান চাপার পাশাপাশি প্রয়োজনের সময় দলকে উইকেট এনে দিয়েছেন রাশিদ খান। সিএসকের বিরুদ্ধেও তার ভেলকির দিকে তাকিয়ে সানরাইজার্স টিম ম্যানেজমেন্ট।
শেন ওয়াটসন-
চেন্নাই সুপার কিংসের দলের ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসা। প্রথমদিকে বেশ কয়েকটি ম্যাচে রান না পেলেও, পরের দিকে দুটি ম্যাচে রান পেয়েছেন তিনি। তবে তার ধারাবাহিকতার অভাব নিয়ে চিন্তিত দল। আজ সানরাইজার্সের বিরুদ্ধে ওয়াটসনের জ্বলে ওঠার ওপেক্ষায় সিএসকে সমর্থকরা।
ফাফ ডুপ্লেসি-
এবারের আইপিএলে অনবদ্য করছেনন ফাফ ডুপ্লেসি। দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। তবে শেষ কয়েকটি ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ডুপ্লেসি। তবে আজ ফের রানে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন সিএসকে তারকা।
অম্বাতি রায়ডু-
প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত ম্যাচ উইনিং ইনিংস খেলেছিলেন তিনি। কিন্তু তরাপর চোট পেয়ে বিশ্রামে যান তিনি। কিন্তু চোটি সারিয়ে ফিরে নিজের সেরাটা এখমও দিতে পারেননি তিনি। আজ সানরাইজার্সের বিরুদ্ধে রানে ফিরতে চাইছেন রায়ডু।
এমএস ধোনি-
টুর্নামেন্টের অর্ধেক ম্যাচ হয়ে গেলেও, এখন নিজের সেরা ফর্মে ফিরতে পারেননি সিএসকে অধিনায়ক এস এস ধোনি। তার ব্যাট এখনও আসেনি বড় রান। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে তার দলেরও। এবার নিজের সেরাটা দিতে মরিয়া হয়ে উঠেছেন তিনি।
স্যাম কুরান-
অলরাউন্ডার হিসেবে চেন্নাই সুপার কিংস দলের অন্যতম সেরা ভরসা হয়ে উঠেছে স্যাম কুরান। বোলিংয়ে উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও খেলেছেন উল্লেখযোগ্য ইনিংস। আজ সানরাইজারর্সের বিরুদ্ধে ভাল কিছু করার প্রতীক্ষায় রয়েছেন ব্রিটিশ তারকা।