আজ আইপিএলে কেকেআর বনাম মুম্বইয় ইন্ডিয়ান্স, মেগা ম্যাচ নজরে কোন কোন তারকা
- FB
- TW
- Linkdin
রোহিত শর্মা
প্রথমেই যদি মুম্বই ইন্ডিয়ান্স দলের তারকাদের কথা ধরা যায়, তাহলে প্রথমেই নাম আসবে অধিনায়ক রোহিত শর্মার নাম। প্রথম ম্য়াচে রান পাননি রোহিত। দ্বিতীয় ম্যাচে নিজে রানে ফিরতে চাইবেন। একইসঙ্গে তার চওড়া ব্যাটের উপর ভর করেই দলকে জয়ের সরণিতে ফেরাতে চাইবেন।
কুইন্টন ডিকক
মুম্বই ইন্ডিয়ান্স অপর ওপেনার প্রোটিয়া তারকা কুইন্টন ডিককও এই ম্য়াচে বড় ইনিংস খেলতে চাইবেন। প্রথম ম্য়াচে দুরন্ত শুরু করলেও, তা বড় রানে পরিণত করতে পারেননি। তাই কেকেআরের উপর তার ব্যাটের দিকেও তাকিয়ে থাকবেন মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট থেকে সমর্থকরা।
হার্দিক পান্ডিয়া
প্রথম ম্যাচে পরপর দুটি ছয় মেরে দুরন্ত শুরু করলেও, বড় রান করতে পারেননি হার্দিকও। তাই শেষের দিকে রান তুলতে সমস্যায় পড়ে মুম্বই ইন্ডিয়ান্স। কেকেআরের বিরুদ্ধে ভাল কিছু করে দেখাতে চাইবেন হার্দিকও।
কায়রন পোলার্ড
স্লগ ওভারে মুম্বাই ইনিংসের স্পিড বাড়ানোর দায়িত্ব থাকে যে ব্যাটসম্যানদের উপর তাদের মধ্যে প্রধান হলেন পোলার্ড। অতীতে বহু ম্য়াচে ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। সিএসকে বিরুদ্ধে ১৮ রান করলেও তা বড় রানে পরিণত করতে পারেননি তিনি। ফলে কেকেআরের বিরুদ্ধে তারউপর নজর থাকবে সকলের।
ট্রেন্ট বোল্ট
প্রথম ম্যাচে বাল বোলিং করেছিলেন বোল্ট। ৩ ওভার ২ বল করে ২৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন তিনি। কেকেআরের বিরুদ্ধে ভাল কিছু করতে চাইবেন বোল্ট। কিউই তারকার উপর ভরসা রাখছে মুম্বই ভক্তরাও।
জশপ্রীত বুমরা
দলের বোলিং অ্যাটাকের অন্যতম প্রধান স্তম্ভ হলেও, প্রথম ম্য়াচে খুব একটা দাগ কাটতে পারেননি জশপ্রীত বুমরা। ৪ ওভারে ৪৩ রান খরচ পান একটি মাত্র উইকেট। তাই কেকেআরের ম্য়াচে ফর্মে ফেরার চেষ্টা করবেন তিনি।
আন্দ্রে রাসেল
কেকেআরে যে প্লেয়ারের উপর সকলের নজর থাকবে তার নাম আন্দ্রে রাসেল। গত বছরও দুরন্ত পারফর্ম করেছিলেন তিনি। দলের সেরা ম্য়াচ উইনারের নাম রাসেল তা নিয়ে কোনও সন্দেহ নেই। ঝোড়ো ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও নিজের অবদান রাখেন তিনি।
দীনেশ কার্তিক
কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক অবশ্যই নজরে থাকবে। অধিনায়কত্বের পাশাপাশি দলের মিডল অর্ডারে অন্যতম ভরসা কার্তিক। প্রয়োজনে ঝোড়ো ইনিংসও খেলেন তিনি। ম্যাচ ফিনিশ করার ক্ষমতাও রয়েছে তার।
ইয়ন মর্গ্যান
দলের মিডল অর্ডারের গভীরতা বাড়াতে ও হিটার বাড়াতে এবছর ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যানকে নিয়েছে কেকেআর। পাশাপাশি কার্তিককে অধিনায়কত্বেও সাহায্য করে পারবেন তিনি। ফলে ইয়ন মর্গ্যান শুধু মুম্বই ম্যাচেই নয়, হয়ে উঠতে পারে কেকেআরের আইপিএল তারকা।
.
সুনীল নারিন
কেকেআরের দলে অন্যতম প্রধান তারকা সুনীল নারিন। বল হাতে নারিনের ৪ ওভার কেকেআরের সেরা অস্ত্র বলা যেতে পারে। ব্যাট হাতেও ওপেনে নেমে নারিনের ঝোড়ো ইনিংস কেকেআরের ইনিংস বিল্ডআপ করতে সাহায্য করে। ফলে প্রতি বছরের মতই নারিন এবারও কেকেআরের সেরা তারকা।
কুলদীপ যাদব
কপলদীপ যাদব কেকেআরের স্পিন অ্যাটাকের অন্যতম সেরা স্তম্ভ। নারিন ও কুলদীপ জুটি বিপক্ষের ব্যাটসম্যানদের সমস্যায় ফেলার জন্য যথেষ্ট। গতবার আইপিএলের আশানরূপ পারফরমেন্স করতে পারেননি কুলদীপ। এবার ভাল কিছু করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।
প্যাট কামিন্স
দলের পেস বোলিং অ্যাটাককে শক্তিশালী করতে এবছর কেকেআর প্যাট কামিন্সকে দলে নিয়েছে কেকেআর। এবারের আইপিএলের তাই প্যাট কামিন্সের বোলিংয়ের উপ নজর থাকবে সকলের। বিপক্ষের ব্যাটিং লাইনআপে ত্রাস সৃষ্টি করতে কামিন্স সিদ্ধাহস্তক।