- Home
- Sports
- Cricket
- দুই দলে একাধিক ম্যাচ উইনার, জেনে নিন আজ কারা বদলে দিতে পারে আরসিবি বনাম মুম্বই ম্যাচের ভাগ্য
দুই দলে একাধিক ম্যাচ উইনার, জেনে নিন আজ কারা বদলে দিতে পারে আরসিবি বনাম মুম্বই ম্যাচের ভাগ্য
- FB
- TW
- Linkdin
রোহিত শর্মা
প্রথম ম্যাচে রান না পেলেও, কেকেআরের বিরুদ্ধে রানে ফিরেছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। খেলেছিলেন ৫৪ বলে ৮০ রানে বিধ্বংসী ইনিংস। তাই আরসিবির বিরুদ্ধে নিজের ফর্ম ধরে রাখতে চাইবেন হিটম্যান। রোহিতের চওড়া ব্যাটের দিকে তাকিয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকরাও।
কুইন্টন ডিকক
মু্বই দলের ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসা। কিন্তু শেষ দুই ম্যাচে আশানুরূপ পারফরমেন্স করতে পারেননি প্রোটিয়া তারকা। তাই আজকের ম্যাতে রানে ফিরতে চাইবেন ডিকক। তার ফর্মে ফেরার অপেক্ষায় রয়েছে টিম ম্যানেজমেন্টও।
সূর্যকুমার যাদব
মুম্বই দলের মিডল অর্ডারের ভরসা। ফর্মেও রয়েছেন তিনি। গত ম্যাচেও করেছেন ৪৭ রান। কিন্তু এখনও বড় রান আসেনি সুর্যকুমার যাদবের ব্যাট থেকে। তাই আজকের ম্যাচে বড় রান করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।
জসপ্রীত বুমরা
প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে পারফর্ম করতে না পারলেও, কেকেআরের বিরুদ্ধে ফর্মে ফিরেছেন বুমরা গুরুত্বপূর্ণ সময়ে রাসেলকে আউট করে নিশ্চিত করেছিলেন দলে জয়। দুটি উইকেট পেয়েছিলেন তিনি। আজকের ম্য়াচে রোহিত শর্নার বোলিং অ্যাটাকের অন্যতম সেরা শক্তির নাম বুমরা।
ট্রেন্ট বোল্ট
প্রথম ম্যাচ থেকেই আগুন ঝড়াচ্ছেন কিউি তারকা পেসার ট্রেন্ট বোল্ট। শেষ ম্যাচেও দুই উইকেট পেয়েছিলেন তিনি। আজকের ম্যাচেও আরসিবির শক্তিশালী ব্যাটিং লাইনআপ ভাঙতে বাড়তি দায়িত্ব নিতেই হবে বোল্টকে।
বিরাট কোহলি
আইপিএলের দুটি ম্যাচ হেয় গেলেও, এখনও রান নেই বিরাট কোহলির ব্যাটে। সমালোচনার মুখেও পড়তে হচ্ছে তাকে। আজ মুম্বইয়ের বিরুদ্ধে জ্বলে উঠকে মরিয়া হয়ে রয়েছেন বিরাট। বিরাটের রানে ফেরার অপেক্ষায় রয়েছেন সকলেই।
এবি ডিভিলিয়ার্স
আরসিবি দলের অন্যতম সেরা ম্যাচ উইনার তিনি। প্রথম ম্যাচ থেকে ফর্মেও রয়েছেন তিনি। প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিলেন এবিডি। দ্বিতীয় ম্যাচে ভাল শুরু করেও ২৮ রানে আউট হন তিনি। আজকের ম্যাচে আরসিবিকে জয়ে ফিরতে হলে চলতেই হবে মিস্টার ৩৬০ ডিগ্রির ব্যাট।
অ্যারন ফিঞ্চ
আরসিবির ওপেনিংয়ের সেরা ভরসা। ফিঞ্চ প্রথম ও দ্বিতীয় ম্য়াচে ফর্মে থাকার ইঙ্গিত দিলেও বড় রান করতে ব্যর্থ হন। তৃতীয় ম্যাচের ফিঞ্চের ব্যাটে বড় রান দেখার অপেক্ষায় রয়েছেন আরসিবি টিম ম্যানেজমেন্ট ও সমর্থকরা।
যুজবেন্দ্র চাহল
আরসিবির বোলিং অ্যটাকের সবথেকে সেরা অস্ত্রের নাম যুজবেন্দ্র চাহল। প্রথম ম্যাচ থেকেই ফর্মে রয়েছেন তিনি। তৃতীয় ম্যাচে আরসিবিকে জয়ে ফিরতে হলে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যুজবেন্দ্র চাহলের ৪ ওভার।
নবদীপ সাইনি
এই ইয়াং পেস বোলারের দিকেও নজর রয়েছে সকলের। প্রথম ম্যাচে ৩ উইকেট নিয়ে নজর কারলেও, দ্বিতীয় ম্যাচে উইকেট পাননি তিনি। দলের অন্যান্য পেস বোলাররা ফর্মে না থাকায় বাড়তি নজর থাকছে নবদীপ সাইনির উপর।