- Home
- Sports
- Cricket
- চলবে কি রাসেলের ব্যাট, না আজও ঝড় তুলবেন বিরাট-এবিডি,জেনে নিন কেকেআর বনাম আরসিবি ম্যাচে নজরে কোন কোন তারকা
চলবে কি রাসেলের ব্যাট, না আজও ঝড় তুলবেন বিরাট-এবিডি,জেনে নিন কেকেআর বনাম আরসিবি ম্যাচে নজরে কোন কোন তারকা
- FB
- TW
- Linkdin
শুভমান গিল-
কেকেআরের ওপেনিংয়ের ভরসা। শেষ ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধেও খেলেছিলেন ৩৬ রানের ইনিংস। কিন্তু বেশ কয়েকটি ম্যাচে তার ব্যাটে নেই বড় রান। রয়েছে ধারাবাহিকতার অভাবও। তাই আজ আরসিবির বিরুদ্ধে বড় রান করতে মরিয়া গিল।
দীনেশ কার্তিক-
প্রথম দিকে একের পর এক ম্যাচে রান না পাওয়ায় কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিকের ব্যাটিং নিয়ে উঠছিল নানা প্রশ্ন। তবে পঞ্জাব ম্যাচে দুরন্তভাবে রানে ফিরেছিলেন তিনি। সানরাইজার্সের বিরুদ্ধে ২৯ রানের ইনিংস খেলেছিলেন ডিকে। এবার আরসিবির বিরুদ্ধে কার্তিকের ব্যাটের দিকে তাকি নাইট সমর্থকরা।
ইয়ন মর্গ্যান-
কেকেআর মিডল অর্ডারের অন্যতম ভরসা তিনি।বেশ কয়েকটি ম্যাচে রানও করেছেন। প্রয়োজনের সময় ধরে ইনিংস খেলার পাশাপাশি স্লগ ওভারে বিধ্বংসী ইনিংস খেলার ক্ষমতা রয়েছে তারা। অধিনায়ক হওয়ার পর দায়িত্ব সহকারে ব্যাটও করছেন। আজ আরসিবির বিরুদ্ধে বড় রান করতে মরিয়া মর্গ্যান।
আন্দ্রে রাসেল-
এবছরের আইপিএলটা এখনও পর্যন্ত ভাল যাচ্ছে না কেকেআরের সবথেকে ম্যাচ উইনার আন্দ্রে রাসেলের। অনুশীলনে ভাল ব্যাট করলেও, ম্যাচে গিয়ে ভাগ্য সাথ দিচ্ছে না ক্যারেবিয়ান তারকার। রাসলের ফর্মে ফেরার অপেক্ষায় গোটা কেকেআর টিম ম্যানেজমেন্ট থেকে সমর্থকরা।
প্যাট কামিন্স-
কেকেআরের পেস বোলিং অ্যাটাকের সেরাল অস্ত্র তিনি। ভাল বোলিং করলেও,প্রতি ম্য়াচে উইকেট পাচ্ছেন না তিনি। প্রথম সাক্ষাতে মুম্বইয়ের বিরুদ্ধে ভাল বোলিং করতে পারেননি তিনি। তাই আজ রোহিত শর্মার দলের বিরুদ্ধে আগুনে বোলিং করে উইকেট পেতে মরিয়া অজি তারকা পেসার।
লকি ফার্গুসন-
সুযোগ পেয়েই সানরাইজার্সের বিরুদ্ধে আগুনে বোলিং করেছেন নিউজিল্যান্ডের তারকা পেস বোলার লকি ফার্গুসন। সানরাইজার্সের বিরুদ্ধে ৪ ওভারে ১৫ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। সুপার ওভারেও পেয়েছিলেন দুটি উইকেট। আজও লকির উপর ভরসা রাখছেন নাইট সমর্থকরা।
বিরাট কোহলি-
আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচে রান না পাওয়ায় বিরাট কোহলিকে নিয়ে হয়েছিল অনেক সমালোচনা। কিন্তু শেষ কয়েকটি ম্যাচে রানে ফিরেছেন আরসিবি অধিনায়ক। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও ৪৩ রানের অনবদ্য ইনিংস খেলেছেন কোহলি। আজ কেকেআরের বিরুদ্ধেও বিরাটের চওড়া ব্যাটের দিকে তাকিয়ে আরসিবি ভক্তরা।
এবি ডিভিলিয়ার্স-
এবারের আইপিএলে বেশ কয়েকটি ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলেছেন এবি ডিভিলিয়ার্স। তবে মাঝে কয়েকটি ম্যাচে ডিভিলিয়ার্সের ব্যাটে রান আসেনি। তবে প্রথম পর্বে কেকেআরের বিরুদ্ধেই ৩৩ বলে ৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন এবিডি। শেষ ম্যাচে রাজস্থানের বিরুদ্ধেও করেছেন ২২ বলে ৫৫। আজ নাইটদের বিরুদ্ধে সেই ফর্ম ধরে রাখতে মরিয়া প্রাক্তন প্রোটিয়া তারকা।
অ্যারন ফিঞ্চ-
রানের মধ্যে থাকলেও এখনও নিজের সেরাটা উজার করে দিতে পারেননি অ্যারন ফিঞ্চ। কিছু ম্যাচে রান পেলেও বড় রান করতে ব্যর্থ হচ্ছেন তিনি। শেষ ম্য়াচে করিছিলেন ১৪ রান। আজ ফিঞ্চের ব্যাট থেকে বড় রানের অপেক্ষায় আরসিবি টিম ম্যানেজমেন্ট।
ক্রিস মরিস-
দলে সুযোগ পেয়েই দুরন্ত পারফরমেন্স করেছেন আরও এক দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিস মরিস। রাজস্থান র্য়যালসের বিরুদ্ধে ৪ ওভারে ২৬ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট । ব্যাট হাতেও শেষের দিকে দ্রুত রান তুলতে সক্ষম মরিস। কেকেআরের বিরুদ্ধে মরিসের আরও একবার জ্বলে ওঠার অপেক্ষায় সকলে।
যুজবেন্দ্র চাহল-
বল হাতে বিরাট কোহলির দলের সেরা ম্যাচ উইনারের নাম যুজবেন্দ্র চাহল। তার স্পিনের ভেলকির কাছে কাবু বড় বড় ব্যাটসম্যান। প্রয়োজনের সময় দলকে উইকেট এনে দেন চাহল। রাজস্থানের বিরুদ্ধে ম্য়াচেও তুলে নিয়েছিলেন ২টি উইকেট। আজও চাহলের স্পিনের জাদুর দিকে তাকিয়ে সকলে।
ওয়াশিংটন সুন্দর-
ব্যাট-বোলিং দুটোতেই আরসিবির হয়ে এবছর উল্লেখযোগ্য অবদান রাখছেন ওয়াশিংটন সুন্দর। যদিও শেষ ম্য়াচে কোনও উইকেট পাননি সুন্দর। আজ ফের নিজের জাত চেনাতে মরিয়া ওয়াশিংটন সুন্দর।