মুম্বই বনাম সানরাইজার্স ম্যাচে কোন তারকারা হতে পারেন গেম চেঞ্জার, জেনে নিন এক ঝলকে
আইপিএলের আজ মুম্বইয়ের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে মাঠে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। প্লে অফে যেতে হলে এই ম্যাচ জিততেই হবে ডেভিড ওয়ার্নারের দলকে। অপরদিকে, গ্রুপ লিগের শেষ ম্যাচে জয়ের ধারা ধরে রাখতে চাইছে কায়রন পোলার্ডের দলও। দুই দলে রয়েছে একাধিক ম্যাচ উইনার প্লেয়ার। যারা একাই কোনও ম্যাচের ভাগ্য নির্ধারন করে দিতে। তো চলুন দেখা যাক হায়দরাবাদ বনাম মুম্বই ম্যাচে কোন কোন ক্রিকেট তারকা হতে পারে গেম চেঞ্জার।
- FB
- TW
- Linkdin
ডেভিড ওয়ার্নার-
অধিনায়ক ও ব্যাটসম্যান দুই ক্ষেত্রেই এবার আইপিএলে ডেভিড ওয়ার্নারের পারফরমেন্স গ্রাফ ওঠা নামে করেছে। তবে আজ ডু অর ডাই ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে দলকে জেতানোর পাশাপাশি বড় রান করতে মরিয়া ওয়ার্নার।
ঋদ্ধিমান সাহা-
শেষ দুটি ম্যাচে সানরাইজার্সের হয়ে ওপেনিং করে দুরন্ত ব্যাটিং করেছেন ঋদ্ধিমান সাহা। দিল্লির বিরুদ্ধে ৮৭ ও আরসিবির বিরুদ্ধে ৩৯ রানের ইনিংস খেলেছেন তিনি। আজ মুম্বইয়ের বিরুদ্ধেও নিজেকে আরও একবার প্রমাণ করতে মুখিয়ে রয়েছেন ঋদ্ধি।
মণীশ পাণ্ডে-
সানরাইজার্স হায়দরাবাদ দলে ডেভিড ওয়ার্নারের পরই সবথেকে বেশি টাকা পান মণীশ পাণ্ডে। কিছু ম্যাচে রান করলেও, এবারের আইপিওএলে নিজের সেরা ফর্মে নেই তিনি। আজ পান্ডেজির ব্যাট বড় রান দেখার অপেক্ষায় সানরাইজার্স সমর্থকরা।
কেন উইলিয়ামসন-
সানরাইজার্স ব্যাটিং লাইনআপের মিডল অর্ডারের অন্যতম ভরসা কিউই তারকা কেন উইলিয়ামসন। ছন্দেও রয়েছেন তিনি। আজ মুম্বইয়ের বিরুদ্ধে নিজের সেরাটা উজার করে দিতে চাইছেন উইলিয়ামসনও।
রাশিদ খান-
সানরাইজার্স হায়দরাবাদ দলের বোলিং লাইনআপে সেরা ম্য়াচ উইনার রাশিদ খান। এবারের আইপিএলেও দুরন্ত বোলিং করছেন তিনি। আজ মুম্বইয়ের বিরুদ্ধে রাশিদ খানের স্পিনের ভেলকির উপরই ভরসা রাখছেন সানরাইজার্স টিম ম্যানেজমেন্ট।
জেসন হোল্ডার-
হায়দরাবাদ দলে সুযোগ পাওয়ার পর থেকেই প্রতি ম্যাচ দুরন্ত বোলিং করছেন জেসন হোল্ডার। দলকে এনে দিচ্চেন উইকেটও। ব্যাট হাতেও রান করতে সক্ষম তিনি। তাই আজ মুম্বাইয়ের বিরুদ্ধে জেসন হোল্ডারের উপর বাড়তি ভরসা রাখছে সানরাইজার্স টিম ম্যানেজমেন্ট।
কুইন্টন ডিকক-
মুম্বই ইন্ডিয়ান্স দলের ওপেনিংয়ের অন্যতম ভরসা। একইসঙ্গে উইকেটের পিছনেও সামলাচ্ছেন দায়িত্ব। প্রথম কিছু ম্যাচে রান না পেলেও, পরের দিকে লাগাতার ভাল ইনিংস খেলেছেন তিনি। শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধে ২৬ রান করেন ডিকক। তাই আজ মুম্বইয়ের বিরুদ্ধে বড় রান করতে মরিয়া প্রোটিয়া তারকা।
ইশান কিশান-
এবার মুম্বই ইন্ডিয়ান্স দলের ব্যাটিং লাইনআপে অন্যতম প্রধান তারকা হয়ে উঠেছেন তরুণ ইশান কিষাণ। শেষ ম্যাচে খেলেছেন ৭২ রানের অনবদ্য ইনিংস। রোহিত শর্মার অনুপস্থিতে সামলাচ্ছেন ওপেনিংয়ের দায়িত্ব। আজও তার চওড়া ব্যাটের দিকে তাকিয়ে মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট।
সূর্যকুমার যাদব-
মুন্বই ইন্ডিয়ান্সের মিডল অর্ডারের সেরা ভরসাযোগ্য ব্যাটসম্যানের নাম সূর্যকুমার যাদব। গোটা টুর্নামেন্টে খেলেছেন একাধিক উল্লেখযোগ্য ইনিংস। আজও তার ব্যাটে বড় রান দেখার অপেক্ষায় মুম্বই ইন্ডিয়ান্স ভক্তরা।
কায়রন পোলার্ড-
রোহিত শর্মার অনুপস্থিতে দলের অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন ক্যারেবিয়ান তারকা কায়রন পোলার্ড। ব্যাট হাতেও বিধ্বংসী ফর্মে রয়েছেন তিনি। আজও পোলার্ডের বিধ্বংসী ইনিংস দেখার মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকরা।
ট্রেন্ট বোল্ট-
মুম্বই ইন্ডিয়ান্স দলের পেস অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্র হয়ে উঠেছেন ট্রেন্ট বোল্ট। কিন্তু শেষ ৪ ওভারে ৪০ রান দিয়ে পাননি একটিও উইকেট। তাই আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের সেরাটা আরও একবার উজার করে দিতে চাইছেন বোল্ট।
জসপ্রীত বুমরা-
জসপ্রীত বুমরাও শেষ ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে নিজের সেরাটা দিতে পাররেননি। ৪ ওভারে ৩৮ রান খরচ করেও পাননি একটিও উইকেট। তাই আজ আরসিবির বিরুদ্ধে আগুনে বোলিং করতে মুখিয়ে রয়েছেন ইয়র্কার স্পেশালিস্ট।