কোন ছকে জামশেদপুর বধ করবেন হাবাস, প্রস্তুত এটিকে মোহনবাগান
First Published Dec 7, 2020, 1:41 PM IST
টানা তিন ম্যাচে জয়। আজ চতুর্থ জয়ের লক্ষ্যে এটিকে মোহনবাগানের সামনে মিশন জামশেদপুর। জয়ের হ্যাটট্রিকের পর আত্মবিশ্বাসে ভরপুর অ্যান্টোনিও লোপেজ হাবাসের দল। তবে আত্মতুষ্টিতে ভুগতে নারাজ বাগান কোচ। ভুল-ত্রুটি শুধরে তিন পয়েন্ট লক্ষ্য বাগান শিবিরের।

৩ ম্যাচে ৩ জয়। জয়ের হ্যাটট্রিক করে আত্মিবিশ্বাসের তুঙ্গে রয়েছে এটিকে মোহনবাগান। আজ জামশেদপুর এফসির বিরুদ্ধে চতুর্থ জয়ের লক্ষ্যে বামছে হাবাসের দল। প্রতিযোগিতায় এখনও কোনও জয় না পেলেও, ওয়ে কোয়েলের দলকে যথেষ্ট সমীহ করছেন বাগান কোচ।

এটিকে মোহনবাগানের প্রধান স্ট্রাইকার রয় কৃষ্ণা দুরন্ত ফর্ম বাড়তি ভরসা জোগাচ্ছে বাগান শিবিরিকে। প্রতি ম্যাচেই গোল পেয়েছেন ফিজির তারকা স্ট্রাইকার।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন