কোন ছকে জামশেদপুর বধ করবেন হাবাস, প্রস্তুত এটিকে মোহনবাগান
- FB
- TW
- Linkdin
৩ ম্যাচে ৩ জয়। জয়ের হ্যাটট্রিক করে আত্মিবিশ্বাসের তুঙ্গে রয়েছে এটিকে মোহনবাগান। আজ জামশেদপুর এফসির বিরুদ্ধে চতুর্থ জয়ের লক্ষ্যে বামছে হাবাসের দল। প্রতিযোগিতায় এখনও কোনও জয় না পেলেও, ওয়ে কোয়েলের দলকে যথেষ্ট সমীহ করছেন বাগান কোচ।
এটিকে মোহনবাগানের প্রধান স্ট্রাইকার রয় কৃষ্ণা দুরন্ত ফর্ম বাড়তি ভরসা জোগাচ্ছে বাগান শিবিরিকে। প্রতি ম্যাচেই গোল পেয়েছেন ফিজির তারকা স্ট্রাইকার।
রক্ষণ নিয়ে এখনও পর্যন্ত সন্তুষ্ট সবুজ-মেরুণের স্প্যানিশ কোচ। তিন ম্যাচে এখনও পর্যন্ত কোনও গোল হজম করতে হয়নি সন্দেশ ঝিঙ্গান, তিরি, প্রীতম কোটালদের।
তবে মাঝমঠের খেলা নিয়ে এখনও সন্তুষ্ট নয় অ্যান্টোনিও লোপেজ হাবাস। খুব একটা সৃজনশীল ফুটবল উপহার দিতে পারেননি বাগান মাঝ মাঠের ম্যাকহাগ, জাভি, প্রবার দাসরা।
চতুর্থ ম্যাচে অনুশীলনে নামার আগে তাই মাঝমাঠের উপর বিশেষ জোর দিয়েছেন বাগান কোচ। খেলা তৈরির পাশপাশি বল দখলে রাখার জন্য দলকে তৈরি করেছেন।
তবে জামশেদপুরের স্ট্রাইকার নেরিউস ভাল্সকিসকেও যথেষ্ট সমীহ করছেন হাবাস। প্রতি ম্যাচে গোল করেছেন তিনিও। তাই রক্ষণের প্লেয়ারদের বাড়তি সতর্ক থাকার কথা বলেছেন।
সব মিলিয়ে চতুর্থ ম্য়াচে নামার আগে আত্মবিশ্বাসী এটিকে মোহনবাগান শিবির। জয় ছাড়া অন্য কিছু ভাবতেও নারাজ প্লেয়াররা। আর টানা চতুর্থ জয় দেখার অপেক্ষায় রয়েছেন বাগান সমর্থকরা।