COVID 19: ফের দৈনিক সংক্রমণ পেরোল ৭০০-র গণ্ডী, শীর্ষে কলকাতা
কোভিড সংক্রমণ বেড়ে আশঙ্কা বাড়াচ্ছে বাংলার দুই জেলা। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে অধিকাংশ জেলার দৈনিক সংক্রমণ প্রায় ৫০ এর নীচে। সেখানে প্রায় দ্বিগুন হারে সংক্রমণ বেড়ে ১০০ এর উপরে ঘোরাফেরা করছে উত্তর ২৪ পরগণা এবং কলকাতায়। দুর্গাপুজোর আগে নিশ্চিত রূপে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। রবিবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে আক্রান্ত হয়েছেন ৭০৭ জন এবং মৃত্যু হয়েছে ১১ জনের। দেখুন কলকাতা সহ রাজ্যের কোভিড চিত্র।
- FB
- TW
- Linkdin
কোভিডের দ্বিতীয় তরঙ্গের দাপট ফের বেড়েছে। একদিকে তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা। তারই মাঝে ফের দৈনিক আক্রান্তের সংখ্যা ওঠা -নামা করছে রাজ্যে। তবে এবার বাংলায় মৃত্যুর সংখ্যা গত ২৪ ঘন্টায় কমেছে। কোভিডে এখনও মৃত্য়ু হচ্ছে বাংলার ৫ জেলায়।
রবিবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী,সেই ৫ জেলার লিস্টে মৃত্যুতে শীর্ষে রয়েছে নদিয়া। দ্বিতীয় উত্তর ২৪ পরগণা। কোভিডে নতুন করে মৃত্যু হয়েছে কলকাতা , হুগলি এবং পূর্ববর্ধমান । তবে এবার উত্তরবঙ্গে কোনও মৃত্যু হয়নি।
রবিবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, একদিন যেসকল জেলায় মৃত্যু থামছিল না, তারাও এবার মৃত্যু শূণ্য হয়েছে। মৃত্যু থেমেছে দক্ষিণ ২৪ পরগণায়,মুর্শিদাবাদ , হাওড়া, দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, কালিংপং, দার্জিলিং জেলা। কলকাতা তথা রাজ্যজুড়ে ভ্য়াকসিনেশন বৃদ্ধির সঙ্গেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমবে বলেই অনুমান বিশেষজ্ঞদের।
রবিবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ১১ জন। নদিয়া জেলা ৫ জন, উত্তর ২৪ পরগণায় ৩ জনের মৃত্য়ু হয়েছে। কোভিডের জেরে কলকাতা , হুগলি এবং পূর্ববর্ধমান জেলায় ১ করে প্রাণ হারিয়েছেন।
রবিবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী,কলকাতায় একদিনে আক্রান্তের সংখ্যা ১১০ জন থেকে বেড়ে ১২৮ জন। এবং এখানে মোট সংক্রমণের সংখ্যা ৩১৩,৪৬৩ জন। মহানগরে মোট মৃতের সংখ্যা ৫০১৫ জন। নতুন করে কোভিড জয়ী হয়েছেন ৯৬ জন।
রাজ্যের সব জেলার থেকে দৈনিক সংক্রমণ নিয়ে শীর্ষে কলকাতা। আর একবারে পাশাপাশি দ্বিতীয়স্থানে উত্তর ২৪ পরগণা। উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্তের সংখ্যাও রীতিমত চিন্তার কারণ। এখনও এই জেলার সংক্রমণ ১০০-র এর উপরে।
রবিবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী,উত্তর ২৪ পরগণা একদিনে আক্রান্তের সংখ্যা ১০৯ জন থেকে বেড়ে ১১৯ জন। দক্ষিণ ২৪ পরগণাতেও একদিনে আক্রান্তের সংখ্যা ৪৫ জন থেকে বেড়ে ৫৪ জন । দার্জিলিং একদিনে আক্রান্তের সংখ্যা ৪৯ জন থেকে কমে ৩০ জন। তবে আগের থেকে অনেকটাই কমেছে সংক্রমণ দার্জিলিং এবং দক্ষিণ ২৪ পরগণায়।
রবিবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, একদিনে বাংলায় করোনা আক্রান্ত ৭০৭ জন । যা আগের থেকে ফের বেড়েছে। পশ্চিমবঙ্গে এই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া ৮, ৬৯৪ জন থেকে সামান্য কমে ৮, ৬৫২ জন।
রবিবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, পুজোর আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে অনেকেই। কোভিড জয়ীর সংখ্যা আগের থেকে অনেকটাই বেড়েছে।পশ্চিমবঙ্গে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২৩ জন। বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫, ২৪, ৯১৭ জন।
রবিবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, রাজ্যে সুস্থতার হার ৯৮.২৪ শতাংশ থেকে বেড়ে ৯৮.২৫ শতাংশ। রোজই একটু একটু করে বাড়ছে সুস্থতার হার। যা আগের থেকে অনেকটাই আশা যুগিয়েছে।