লকডাউন লঙ্ঘনে প্রায় ৮০০ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ, দেখুন একাধিক ছবি
- FB
- TW
- Linkdin
২১ অগস্ট শুক্রবার রাজ্য জুড়ে ছিল সম্পূর্ণ লকডাউন৷ আর লকডাউন লঙ্ঘনে প্রায় ৮০০ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ ৷ এছাড়া আরও প্রায় ৪৫০ জনের বিরুদ্ধে নেওয়া হয়েছে আইনি ব্যবস্থা৷
লালবাজার সূত্রে খবর, শুক্রবার লকডাউনের দিনে লকডাউন লঙ্ঘনে রাত ৮ টা পর্যন্ত কলকাতা পুলিশ ১,২৩১ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে৷ এদের মধ্যে লকডাউন অমান্য করায় ৭৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে৷
লকডাউনে কলকাতার পাশাপাশি বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায়ও ছিল পুলিশের কড়া নজরদারি। পুলিশি সূত্রে খবর, বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। লকডাউন অমান্য করায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে পুলিশ৷ এছাড়া ৯ টি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ৷
লকডাউন অমান্য করায় কলকাতা পুলিশ ৭৪৯ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছিল৷ এদের মধ্যে লকডাউন অমান্য করায় ৪৯৩ জনকে গ্রেফতার করা হয়৷ বিনা মাস্কে বের হওয়ার জন্য ২৩০ জন ও যত্রতত্র থুতু ফেলার জন্য ২৬ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল৷ এছাড়া ২২ টি গাড়ি বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ৷ রাতে এই সংখ্যাটা আরও বেড়ে গিয়েছে৷
বিনা মাস্কে বাইরে বেরোনোর জন্য ৪১৮ জন ও যত্রতত্র থুতু ফেলার জন্য ৩০ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে৷ এছাড়া ২২ টি গাড়ি বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ৷
লকডাউনে শুনশান ছিল শহরের রাস্তা৷ গাড়ি নিয়ে বেরোলেই কারণ জানতে চাওয়া হয়েছে। নির্দিষ্ট কারণ দেখাতে না পারায় অনেককে বাড়ি ফিরত পাঠিয়ে দেওয়া হয়৷ লালবাজার থেকেও সিসি ক্যামেরাতে নজরদারি চালিয়েছিল পুলিশ৷ তবে লকডাউনে জরুরী পরিষেবায় ছাড় দেওয়া হয়৷