- Home
- West Bengal
- Kolkata
- যাত্রীদের গোলাপ ফুল দিয়ে স্বাগত, ইতিহাস রচনা করে যাত্রা শুরু শিয়ালদহ-সেক্টর ৫ মেট্রোর, সেরা ১০ ছবি
যাত্রীদের গোলাপ ফুল দিয়ে স্বাগত, ইতিহাস রচনা করে যাত্রা শুরু শিয়ালদহ-সেক্টর ৫ মেট্রোর, সেরা ১০ ছবি
১৪ জুলাই। এই দিনটি কলকাতার মেট্রোরেলের ইতিহাসে আরও এক ইতিহাসের জন্ম দিয়েছে। আর সেই ইতিহাসটা হচ্ছে যে এই দিনেই মেট্রোরেল নেটওয়ার্কের সঙ্গে যাত্রী পরিবহণের কাজ শুরু করল শিয়ালদহ মেট্রো। ১১ জুলাই-ই কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানির হাতে উদ্বোধন হয়েছিল শিয়ালদহ থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রোরেলের। জানা গিয়েছিল যে ১৪ জুলাই থেকে যাত্রী পরিবহণ শুরু করবে শিয়ালদহ মেট্রো। অবশেষে সেই পালা সাঙ্গ হল।
- FB
- TW
- Linkdin
কলকাতার মেট্রোর ইতিহাসে বারবারই শিয়ালদহ এবং হাওড়া স্টেশনকে সংযোগের প্রসঙ্গ এসেছে। মেট্রো রেল বলছে আগামী ১ বছরের মধ্যে হাওড়া থেকে মেট্রোরেল ছুটবে। আর তৈরি হয়ে যাওয়া শিয়ালদহ স্টেশন থেকে ১৪ জুলাই ছুটতে শুরু করল মেট্রো। বলতে গেলে এক ঐতিহাসিক ক্ষণের জন্ম হল এই দিনটিতে।
এমন এক ঐতিহাসিক দিনে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লাগু করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। জানানো হয়েছে এই দিন থেকেই শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোরেলের সংখ্যা ১০০ করে দেওয়া হচ্ছে। মানে এই দিন থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই করিডরে ১০০টি ট্রেন যাতায়াত করবে।
১৪ জুলাই সকাল থেকেই শিয়ালদহ মেট্রো স্টেশনে লাইন লেগে গিয়েছিল। সকাল থেকে মেট্রোকর্মীরাও ছিলেন প্ল্যাটফর্মের প্রতিটি জায়গায়। ইলেক্ট্রনিক গেট ঠেলে ভিতরে আসা যাত্রীদের সকলকে গোলাপ ফুল দিয়ে স্বাগতও জানানো হয়। প্রথম দিনেই শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ মুখী মেট্রোতে ভিড়ও ছিল চোখে পড়ার মতো।
মেট্রো রেল কর্তৃপক্ষের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন যে, রবিবার বাদে রোজ সকালে ৬.৫৫ টায় সেক্টর ফাইভ থেকে মেট্রোরেল চলাচল শুরু হবে। আর শিয়ালদহ থেকে সকাল ৭টায় এই পরিষেবা চালু থাকবে। এছাড়াও তিনি জানিয়েছেন যে, রবিবার ইস্ট-ওয়েস্ট করিডরে কোনও মেট্রো চলাচল করবে না। রোজ রাতে শিয়ালদহ থেকে শেষ মেট্রো মিলবে ৯.৩৫টা নাগাদ। আর সেক্টর ফাইভ থেকে রাতে শেষ মেট্রো ৯.৪০টায়।
একলব্য চক্রবর্তী জানান যে, ১৪ জুলাই থেকে শিয়ালদহ স্টেশন থেকে মেট্রো চলাচলের দিন থেকে আশা করা যাচ্ছে যাত্রী সংখ্যা বাড়়বে। আর সেই কারণে এই দিন থেকে শিয়ালদহ-সেক্টক ফাইভের মধ্যে ১০০টি মেট্রোরেল চলবে। তিনি আরও জানিয়েছেন যে, দিনের ব্যস্ত সময়ে ১৫ মিনিট অন্তর মিলবে মেট্রো। আর দিনের কম ব্যস্ত সময়ে ২০ মিনিট অন্তর মেট্রো মিলবে। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোরেলের ভাড়া ২০ টাকা করা হয়েছে। আর নূন্যতম ভাড়া করা হয়েছে ১০টাকা।
ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের মাধ্যমে এই এলাকার সংলগ্ন একটি বিশাল এলাকার মানুষ নিত্য পরিবহণ ব্যবস্থায় এর ফায়দা তুলতে পারবেন। এরমধ্যে যেমন রাজারহাট-নিউটাউন এবং তার সংলগ্ন উত্তর ২৪ পরগণা জেলার মানুষ রয়েছে। আর অন্যদিকে শিয়ালদহ স্টেশনে যাতায়াত করা মানুষজনের মধ্যে যারা মধ্য কলকাতা থেকে পূর্ব কলকাতা এবং সল্টলেকের দিতে চান তারাও এর ফায়দা তুলতে পারবেন।
এছাড়াও সেক্টর ফাইভের তথ্য-প্রযুক্তি পার্কে কাজ করা অসংখ্য মানুষও যারা মধ্য কলকাতা অথবা আরও উত্তর অথবা গঙ্গার ওপার থেকে আসেন তাদের ক্ষেত্রেও শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো রুট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
রোজ অন্তত ৩৫ হাজার মানুষ এই মেট্রো রুটে যাতায়াত করবে বলেই আশা করছে মেট্রো কর্তৃপক্ষ। আগামী দিনে এই যাত্রী সংখ্যাটা আরও বাড়বে বলবেই মনে করা হচ্ছে।
লকডাউনের মধ্যেই সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রো যোগাযোগ চালু হয়েছিল। কিন্তু, সেভাবে যাত্রী সাড়া পাওয়া যাচ্ছিল না এই মেট্রোরুটে। একে অতিমারি, তারমধ্যে লকডাউন থাকাকেই এত কম সংখ্যক যাত্রী পাওয়ার ক্ষেত্রে কারণ হিসাবে দর্শিয়েছিল রেল।
কলকাতার মেট্রোর ইতিহাসে বারবারই শিয়ালদহ এবং হাওড়া স্টেশনকে সংযোগের প্রসঙ্গ এসেছে। মেট্রো রেল বলছে আগামী ১ বছরের মধ্যে হাওড়া থেকে মেট্রোরেল ছুটবে। আর তৈরি হয়ে যাওয়া শিয়ালদহ স্টেশন থেকে ১৪ জুলাই ছুটতে শুরু করছে মেট্রো। বলতে গেলে এক ঐতিহাসিক ক্ষণের জন্ম এই দিনটিতে।
শিয়ালদহ এশিয়ার অন্যতম ব্যস্ত রেল স্টেশন। এবার সেখান থেকে শুরু হচ্ছে মেট্রো যোগাযোগ। সুতরাং প্রথম দিন থেকেই শিয়ালদহ টু সেক্টর ফাইভ মেট্রোরুট সুপারডুপার হিট হবে বলেই আশা মেট্রোরেল কর্তৃপক্ষের।