- Home
- West Bengal
- Kolkata
- বড়দিনে শহরজুড়ে খুশির মেজাজ, তবে চেনা ছকে চোখে পড়ল না উপচে পড়া ভিড়
বড়দিনে শহরজুড়ে খুশির মেজাজ, তবে চেনা ছকে চোখে পড়ল না উপচে পড়া ভিড়
বড়দিনে শহর জুড়ে খুশির আমেজ। বৃহস্পতিবার রাত থেকেই পার্কস্ট্রীট সেজে উঠেছে এক ভিন্ন লুকে। চেনা লুকেই ধরা পড়ল ভিড়। তবে বড়দিনের সকালে শহর জুড়ে ভিড় আর চোখে পড়ল না। নেই লাইনের বালাইও।
| Dec 25 2020, 01:13 PM IST
- FB
- TW
- Linkdin
)
সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ- মধ্যরাতের ক্যারলেই সেজে উঠেছিল এই চার্চ। তবে ভিড় এড়াতে এই চার্চ বড়দিনে দুপুর ২ টোয় বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন সকলেই রাজ্যের রাজ্যপাল পৌঁচ্ছন চার্চে।
Subscribe to get breaking news alerts
চিড়িয়াখানা- প্রতিবারের মত চিড়িয়াখানাতে চোখে পড়ছে না বিপুল সংখ্যক দর্শকদের লাইন। সকাল থেকেই সাধারণ ভিড়ই নজরে আসে। নেই লাইনের বহার। অনলাইনে কাটতে হচ্ছে টিকিট।
নিকোপার্ক- নিকোপার্কে ভিড় অনেক কম। নেই লাইন। কয়েকজন হলে তবেই চলছে দোলনা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় খানিকটা বাড়ছে।
ইকোপার্ট- তুলনামূলকভাবে ইকোপার্কে ভিড় জরে আসে। অন্যান্য জায়গার তুলনায় ইকোপার্কে এদিন দর্শকদের ভিড় রয়েছে। তবে পার্ক জুড়ে কড়া সতর্কতা বর্তমান।
সায়েন্স সিটি- কমবেশি মিলিয়ে ভালোই দর্শক হয়েছে বিজ্ঞান নগরী। তবে একে উপচে পড়া ভিড় বলা চলে না। দুরত্ব মেনেই সকলে উপভোগ করছে বড়দিন।