কলকাতায় ফের কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বাড়ল, দেখুন একনজরে
First Published Nov 30, 2020, 10:03 AM IST
শহরে ফের বাড়ল কন্টেইনমেন্ট জোনের সংখ্য়া। যেখানে অক্টোবারে একটি মাত্র কন্টেইনমেন্ট জোন ছিল। সেই সংখ্যাটা ফের ৩ হয়ে যাওয়ায় উদ্বেগ বাড়ল। এদিকে লাগাতার এত মাস ধরে বেশীরভাগ সময়টায় করোনায় শীর্ষ কলকাতা। যার সংক্রমণের সংখ্যা উত্তর ২৪ পরগণা ব্যাতীত আর ধারে কাছে কেউ নেই।কলকাতা পুরসভা সূত্রে খবর, নতুন কনটেন্টমেন্ট জোনের তালিকায় রয়েছে বালিগঞ্জ, টালিগঞ্জ ও ভ্যালি পার্কের একটি করে এলাকা। এর মধ্যে ২ টি কমপ্লেক্স এলাকা এবং একটি মাল্টিপ্লেক্স এলাকা।

শহরে ফের বাড়ল কন্টেইনমেন্ট জোনের সংখ্য়া। যেখানে অক্টোবারে একটি মাত্র কন্টেইনমেন্ট জোন ছিল। সেই সংখ্যাটা ফের ৩ হয়ে যাওয়ায় উদ্বেগ বাড়ল। এদিকে লাগাতার এত মাস ধরে বেশীরভাগ সময়টায় করোনায় শীর্ষ কলকাতা। যার সংক্রমণের সংখ্যা উত্তর ২৪ পরগণা ব্যাতীত আর ধারে কাছে কেউ নেই।

কলকাতা পুরসভা সূত্রে খবর, নতুন কনটেন্টমেন্ট জোনের তালিকায় রয়েছে বালিগঞ্জ, টালিগঞ্জ ও ভ্যালি পার্কের একটি করে এলাকা। এর মধ্যে ২ টি কমপ্লেক্স এলাকা এবং একটি মাল্টিপ্লেক্স এলাকা।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন