করোনায় জিম বন্ধ, খোলা আকাশের নীচে চেতলা পার্কে 'ওপেন জিম' উদ্বোধনে ফিরহাদ
- FB
- TW
- Linkdin
স্বাস্থ প্রেমী মানুষের জন্য রবিবার মেয়র ফিরহাদ হাকিম চেতলা পার্কে ওপেন জিম উদ্ভোধন করলেন।
করোনা আতঙ্কে জিমে লোকজন খুব কম যাচ্ছে। কারণ জিমে একসঙ্গে অনেক লোক জিম করে।অনেক জিমই এখন বন্ধ। তবে চেতলা পার্কের জিমে সেই অসুবিধা নেই। ফাঁকায় ফাঁকায় দূরত্ব বিধি মেনে এখানে জিমের সুবিধা রয়েছে।
জিমের সব ধরনের যন্ত্রপাতিই এখানে রয়েছে। তবে অন্য মেকানিজমে। খোলা আকাশের নীচে নেই বিশুদ্ধ হাওয়ায় শারীরিক কসরতে মেতে উঠেছেন ফিরহাদ।
এই ব্যায়ামটা বসে বসে হলেও সারা শরীরে ভালই প্রভাব ফেলে। বিশেষ করে যারা বাইরে যেতে পারছেন না। বাড়ি বসে জমাচ্ছেন ফ্যাট। তাঁদের জন্য এই শরীর চর্চা খুবই ভাল।
খুশি মনে মেতে উঠেছে সবাই। উদ্ভোধনের দিন উপলক্ষে সবাই করোনা বিধি মেনেই শরীর চর্চায় যোগ দিয়েছেন। সবার মুখেই রয়েছে মাস্ক।
তবে শুধু শরীর চর্চাই নয় ওপেন জিম ছেড়ে এলাকার রক্ষাণাবেক্ষণ করতে বেরোলেন ফিরহাদ। জানালেন, ভরা বর্ষায় ডেঙ্গু সচেতনার কথা।