কলকাতার মেয়র-প্রশাসক, রাজ্যের মন্ত্রী, জেনে নেওয়া যাক ফিরহাদের সম্পত্তির পরিমাণ
First Published Nov 23, 2020, 6:45 PM IST
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মন্ত্রিসভার পুর ও নগরোন্নয়নমন্ত্রী ও পুর-প্রশাসক ফিরহাদ হাকিম। ২০১৬ সালে নির্বাচন কমিশনে দেওয়া তথ্য অনুযায়ী ২ কোটি ৫১ লক্ষ ৬০ হাজার ১৮৩ টাকার নিজস্ব সম্পত্তি রয়েছে ফিরহাদ হাকিমের। এছাড়াও, তাঁর স্ত্রীর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৭১ লক্ষ ৭৯ হাজার ৯৩৫ টাকা। করোনা পরিস্থিতিতে পুরসভার মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে পুর-প্রশাসকের দায়িত্বে রয়েছেন ফিরহাদ। তাঁর নাম ফিরহাদ হলেও তাঁকে সবাই ববি হাকিম বলেই চেনেন। জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।

ফিরহাদ হাকিম। পশ্চিমবঙ্গের রাজনীতিতে একজন সফল রাজনীতিবিদ।২০১৬ সালে নির্বাচন কমিশনে দেওয়া তথ্য অনুযায়ী ২ কোটি ৫১ লক্ষ ৬০ হাজার ১৮৩ টাকার নিজস্ব সম্পত্তি রয়েছে ফিরহাদ হাকিমের। ব্যবসায়ীক ঘরোনা থেকে রাজনীতিতে একজন সফল ব্যক্তি।

এছাড়াও, নির্বাচন কমিশনের তথ্য় অনুযায়ী তাঁর স্ত্রী ইসমাত হাকিমের সম্পত্তির পরিমাণ ১ কোটি ৭১ লক্ষ ৭৯ হাজার ৯৩৫ টাকা। তাঁর মেয়ে আফশা হাকিমের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা রয়েছে ৫ লক্ষ ১৪ হাজার ৬৮৪ টাকা।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন